X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আকাশপথে ভ্রমণে ব্যয় নিয়ে উদ্বেগ যাত্রীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭

ছবি: ইন্টারনেট
কোভিড-১৯ মহামারীকালে দেশের ভেতরে আকাশপথে ভ্রমণকেই সর্বাধিক নিরাপদ মনে করেন বাংলাদেশি ভ্রমণকারীরা। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের ৬৬ দশমিক ৭ শতাংশ এই মত দেন। তবে ৪৯ দশমিক ৯ শতাংশ উচ্চ ব্যয়কে বাংলাদেশে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে উদ্বেগের বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এই জরিপ প্রকাশ করা হয়। গত ১ থেকে ২৫ সেপ্টেম্বর অনলাইনে পরিচালিত এই জরিপে বিভিন্ন বয়সের প্রায় সাড়ে চার হাজার ভ্রমণকারী অংশগ্রহণ করেন।

দেশে আকাশপথে ভ্রমণে উচ্চ ব্যয়কে এই মুহূর্তে উদ্বেগের সবচেয়ে বড় কারণ উল্লেখ করাদের মধ্যে ৩১ দশমিক ৪ শতাংশক মানুষ ব্যক্তিগত নিরাপত্তা এবং ১৮ দশমিক ৭ শতাংশ মানুষ বিমানবন্দরের প্রটোকল ব্যবস্থার কথা উল্লেখ করেছেন।

দেশীয় বিমান সংস্থাগুলোর স্বাস্থ্যবিধি ব্যবস্থাকে যথোপযুক্ত বলে মনে করেন ৫৭ শতাংশ ভ্রমণকারী। তবে ১২ দশমিক ৩ শতাংশ ভ্রমণকারী এই ব্যবস্থাকে ততোটা ভালো মনে করেন না। ৩৭ দশমিক ৭ শতাংশ মনে করেন বর্তমান সময়ে ভ্রমণকারীদের আস্থা পুনরুদ্ধার এয়ারলাইনগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। অবশ্য ৩৩ দশমিক ৫ শতাংশ স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ২৮ দশমিক ৮ শতাংশ ভ্রমণ বিধিনিষেধ পালনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন।

জরিপে অংশগ্রহণকারীর ৫৩ দশমিক ৫ শতাংশ মানুষ বর্তমান সময়ে ছুটি কাটাতে বিদেশ ভ্রমণের কথা ভাবছেন। ২৯ দশমিক ৪ শতাংশ ব্যবসায়িক কাজে এবং ১৭ দশমিক ১ শতাংশ চিকিৎসার জন্য বিদেশ ভ্রমণ করতে চান। মহামারী কেটে গেলে ৫৯ দশমিক ৭ শতাংশ মানুষ অবকাশ যাপনের জন্য এশীয় দেশগুলোকেই বেছে নিবেন বলে জানান। তবে, ৩২ দশমিক ১ শতাংশ মানুষ ইউরোপ এবং ৮ দশমিক ২ শতাংশ মানুষ আমেরিকা ভ্রমণের কথা বলেছেন।

জরিপে অংশগ্রহণকারীদের ৩৯ দশমিক ৬ শতাংশ ভারতকে পছন্দের মেডিক্যাল গন্তব্য হিসেবে বিবেচনা করেন। ৩৭ দশমিক ৭ শতাংশ থাইল্যান্ড এবং ২৮ দশমিক ৭ শতাংশ মানুষ সিঙ্গাপুরের কথা উল্লেখ করছেন।

কত তাড়াতাড়ি বিদেশ ভ্রমণের কথা ভাবছেন, এমন প্রশ্নের উত্তরে ৪৭ দশমিক ১ শতাংশ মানুষ জানান যে কোভিড-১৯ ভ্যাকসিন আসার পূর্বে তারা কোনও ভ্রমণে যাবেন না। তবে ৪৩ দশমিক ৩ শতাংশ মানুষ পরবর্তী তিন মাসের কথা বলেছেন। অবশ্য, ৯ দশমিক ৬ শতাংশ মানুষ ইতোমধ্যে বিদেশ ভ্রমণ সম্পন্ন করেছেন।

কিভাবে এই মহামারীকালে এয়ারটিকিট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এমন প্রশ্নের উত্তরে ৬৮ দশমিক ৩ শতাংশ মানুষ জানিয়েছেন তারা অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যবহার করছেন। এছাড়া জরিপে উঠে আসে, নিরাপদ ভ্রমণের জন্য ২৩ দশমিক ৩ শতাংশ রেল এবং ১০ শতাংশ সড়ক যাতায়াতের পক্ষে।

জরিপে অংশগ্রহণকারীদের ৮৭ শতাংশের পেশা ব্যবসায়, ১০ শতাংশ প্রাইভেট সার্ভিস এবং ৩ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে ৩২ দশমিক ৯ শতাংশ মানুষ ইতোমধ্যে ভ্রমণ করেছেন এবং ৪১ দশমিক ৬ শতাংশ মানুষ আগামী তিন মাসের মধ্যে ভ্রমণের পরিকল্পনা করছেন। অবশ্য, ২৫ দশমিক ৫ শতাংশ মানুষ চলতি বছরে ভ্রমণের কোনও চিন্তাই করছেন না। জরিপে অংশ নেওয়া ৩৫ দশমিক ৮ শতাংশ মানুষ ব্যবসা সংক্রান্ত কাজ, ৩০ দশমিক ৫ শতাংশ মানুষ অবকাশ যাপন এবং ৩৩ দশমিক ৭ শতাংশ মানুষ পারিবারিক কারণে ভ্রমণ করেন।

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা