X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৭৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৫:০৪আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৫:০৪

বিজিবি অবৈধ অস্ত্র ও মাদকসহ সেপ্টেম্বর (২০২০) মাসে ৭৫ কোটি ৪২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক মাসে (সেপ্টেম্বর) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৭৫ কোটি ৪২ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৬ লাখ ৮২ হাজার ৫৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২ হাজার ৪৪ বোতল ফেনসিডিল, ১২ হাজার ১৩৬ বোতল বিদেশি মদ, ২৬১ ক্যান বিয়ার, এক হাজার ১৯৯ কেজি গাঁজা, ১৪৭ গ্রাম হেরোইন, ৫ হাজার ৯১৪টি উত্তেজক ইনজেকশন, ১৫ হাজার ৩৪১টি  অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ৪৭ হাজার ৭৬৬টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকরা অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ২১০ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৩৭১ গ্রাম রূপা, ১৬৬টি ইমিটেশনের গহনা, ৪৯ হাজার ৮৪৫টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ২টি শাড়ি, ৩৮৬টি থ্রিপিস ও শার্টপিস, ১১৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৭ ঘনফুট কাঠ, ১১ হাজার ৩৭৮ কেজি চা পাতা, ২২ হাজার ৩৫০ কেজি কয়লা। এছাড়াও ৩টি ট্রাক, ৮টি প্রাইভেটকার, ৫টি পিকআপ, ২৬টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭৩টি মোটর সাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৪টি পিস্তল, ১টি রিভলবার, ১৬টি বন্দুক, ১টি এয়ার গান, ১টি শর্টগান, ১টি এলজি, ২৪টি ম্যাগাজিন, ৬১ রাউন্ড গুলি এবং ৮০০ গ্রাম গান পাউডার।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩১২ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

এদিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯৬ জন বাংলাদে নাগরিক ও ৫ ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

 

 

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়