X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দখলমুক্ত হলো ডিএসসিসি-এর ২৪২ শতাংশ জমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ২১:৩০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:৩৬

দখলমুক্ত হলো ডিএসসিসি-এর ২৪২ শতাংশ জমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪২ শতাংশ জমি দখলমুক্ত করা হয়েছে। সংস্থাটির ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন ব্রাহ্মণচিরণ মৌজার সিএস ১৩০ ও ১৩১ দাগের কমলাপুর স্টেডিয়ামের পাশে এই জমি দখলমুক্ত করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ ইমরান উদ্দিন আহমেদের নেতৃত্বে দুপুর হতে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জায়গা দখল মুক্ত করে।

ডিএসসিসি জানিয়েছে, পূর্ত মন্ত্রণালয় হতে এই জমি সিটি করপোরেশনকে হস্তান্তর করা হলেও এতদিন এই জমিতে অবৈধ বাস কাউন্টার, রিকশা গ্যারেজসহ নানা ধরনের অবৈধ স্থাপনা ছিল। এসব স্থাপনা নির্মাণ করে অবৈধ দখলদাররা জমিটি তাদের কব্জায় রেখেছিল।

এই সময় করপোরেশনের জায়গার পাশাপাশি সরকারি খাসজমি দখল করে গড়ে ওঠা এনা পরিবহন, স্টার লাইন, রয়েল পরিবহন, লাল সবুজ পরিবহন, ড্রিম লাইন, হিমাচল পরিবহন ও নামহীন দুটি কাউন্টারসহ মোট আটটি বাস কাউন্টার, একটি রিকশা গ্যারেজ, বেশ কিছু টং দোকানসহ অনেকগুলো অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

দখলমুক্ত হলো ডিএসসিসি-এর ২৪২ শতাংশ জমি উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল এই জায়গায় যতগুলো স্থাপনা ছিল তাদের বিষয়টি জানানো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, এমন ঘোষণার ফলে অনেকেই উচ্ছেদ কার্যক্রম শুরুর আগেই তাদের স্থাপনা গুটিয়ে নেন বা মালপত্র সরিয়ে নেন। এরপরও আটটি বাস কাউন্টার ও একটি রিকশা গ্যারেজসহ বাদ বাকি অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করেছি।’

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উচ্ছেদ অভিযান প্রসঙ্গে বলেন, ‘ডিএসসিসি মেয়র গতকাল এই জায়গা পরিদর্শনে এসেছিলেন। তিনি সে সময় এই জায়গা হতে দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেন। নির্দেশনার আলোকে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

/এসএস/এনএস/
সম্পর্কিত
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা