X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ গ্লোব বায়োটেকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৮:২৫আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:২৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ গ্লোব বায়োটেকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে বলে অভিযোগ করেছে গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন বিষয়ক তালিকায় কেন বায়োটেককে অন্তর্ভুক্ত করছে না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেই জিজ্ঞাসা করা উচিত।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে গ্লোবের ভ্যাকসিনের অগ্রগতি এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ্লোব বায়োটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কাকন নাগ এমন অভিযোগ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিষয়ক তালিকায় সারা পৃথিবীতে কোন ভ্যাকসিন কোন পর্যায়ে রয়েছে, তার উল্লেখ থাকে। সেক্ষেত্রে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ওই তালিকায় রয়েছে কিনা জানতে চাইলে ড. কাকন নাগ বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তাদের অনেক আগেই চিঠি দিয়েছিলাম। অতি সম্প্রতিও চিঠি দিয়েছি। তাদের যতবার আমরা জানিয়েছি, তারা আরও তথ্য-প্রমাণ চেয়েছে। তাদের রিকয়ারমেন্ট অনুযায়ী আমরা সবই দিয়েছি।’

তিনি বলেন, ‘কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড থেকে কেউ যদি কেবল ঘোষণা দেয় যে আমরা ভ্যাকসিন নিয়ে কাজ করতে চাই, তাদের নামও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় লিপিবদ্ধ রয়েছে। অথচ আমরা তাদের আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি। ওষুধ প্রশাসন অধিদফতর, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), মন্ত্রণালয় এবং বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি—সবাইকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছি। আমাদের তরফ থেকে আমরা কাজটি করেছি।’

তিনি বলেন, ‘মোস্ট প্রবাবলি আমরা সবচেয়ে বড় রেসিস্ট। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে—আমাদের দেশে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করা। অথচ দুনিয়ার কোথাও ফেয়ার অ্যান্ড লাভলি চলে না। এ থেকে বোঝা যায়, কতটুকু মানসিক দৈন্যতায় ভোগী আমরা। আমরা নিজেরা শ্রেষ্ঠ এটা ভাবতেই পারি না।’

যদি বিশ্ব স্বাস্থ্য এরকম করে থাকে গ্লোবের সঙ্গে, তাহলে বৈশ্বিকভাবে রিকগনাইজেশনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের প্রয়োজন রয়েছে কিনা জানতে চাইলে ড. কাকন নাগ বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। তাদের যা যা রিকয়ারমেন্ট সেগুলো সরবরাহ করছি। কোনও অভাব নেই। সুতরাং, তারা আমাদের কেন তালিকাভুক্ত করছেন না, এই জবাব তাদের জিজ্ঞেস করা দরকার।’

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি অ্যাপ্রুভ না করে সেক্ষেত্রে কোনও সমস্যা হবে কিনা প্রশ্নে ড. কাকন নাগ বলেন, ‘বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদফতর যদি অনুমোদন দেয়, তাহলে বাংলাদেশে এ ভ্যাকসিন প্রয়োগ করতে পারবো। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি যদি না আসে, তাহলে গ্লোবালি যাওয়ার কোনও সুযোগ নেই, এটা আমরা সবাই বুঝি।’

ড. কাকন নাগ আরও বলেন, ‘ভ্যাকসিন ট্রায়ালের জন্য অনেক দেশে ট্রায়াল করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই বলেও জানান তিনি। যে দেশের জনসংখ্যাকে টার্গেট করে ভ্যাকসিন করা হয়, তাদের নিয়ে ট্রায়াল করলেই চলে। সিনোভ্যাক যে ট্রায়াল করতে চাচ্ছিল বা দিতে চাচ্ছিল, সেজন্যই তো তারা বাংলাদেশকে নিয়েছিল। আমরা যদি দেশের বাইরে ভ্যাকসিন রফতানি করতে চাই, তাহলে সে দেশের অ্যাগেইনস্টে ট্রায়াল করা জরুরি।’

প্রসঙ্গত, গত ২ জুলাই গ্লোব বায়োটেক লিমিটেড দেশে প্রথম ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। সেদিন তারা জানায়, গত ৮ মার্চ তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করে এবং সব পর্যায়ের কাজ শেষ করতে পারলে আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে এই টিকা বাজারজাত করা যাবে।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী