X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভাগ্যিস পকেটে চৌদ্দশ’ টাকা ছিল না!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ২২:১৪আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২৩:১৭

ভাগ্যিস পকেটে চৌদ্দশ’ টাকা ছিল না! ‘দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যাই প্রথমে। কবরস্থানের লোকজন দাফন বাবদ এক হাজার ৪শ’ টাকা দাবি করে। পর্যাপ্ত টাকা ছিল না পকেটে। তাই মরিয়মকে নিয়ে যাই বসিলা কবরস্থানে। দাফন করার আগে আমার মনে হলো হাশরের ময়দানে মেয়েকে চিনবো কীভাবে? মনে মনে ভাবি একটা নাম রেখে দিই। প্রথমেই মাথায় আসে মরিয়ম নামটা। আর নাম রাখার এক মিনিটের মধ্যেই প্যাকেটের ভেতর নড়ে ওঠে সে। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। কান্নার শব্দ পেতেই খুলে দেখি সে জীবিত!’ বাংলা ট্রিবিউনকে এমনটাই জানালেন ঢাকা মেডিক্যাল কলেজে ‘মৃতঘোষিত’ শিশু মরিয়মের বাবা ইয়াসিন মোল্লা। নিজেকে ভাগ্যবান ভাবছেন এই ভেবে যে, আজিমপুরে যাওয়ার পর তার পকেটে এক হাজার চারশ’ টাকা ছিল না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে জন্ম হয় নবজাতকটির। জন্মের পরই ডাক্তাররা তাকে ‘মৃত’ ঘোষণা করেন। এরপর কেটে যায় আরও খানিকটা সময়। শুরু হয় দাফনের প্রস্তুতি। আর দাফনের ঠিক আগ-মুহূর্তেই চিৎকার করে মরিয়ম জানিয়ে দেয়, ‘আমি বেঁচে আছি!’

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির সর্বশেষ অবস্থা এখনও অপরিবর্তিত। বাবা-মা দোয়া চেয়েছেন সবার কাছে।
মরিয়মের বাবা ইয়াসিন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটু আগেও খোঁজ নিয়েছি। মরিয়ম আগের মতোই আছে। নবজাতক ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমার সন্তান বেঁচে থাকে, সুস্থ থাকে।’
মরিয়মের বিষয়ে ঢামেকের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনীষা ব্যানার্জি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত ২৮ সপ্তাহের দিকে শিশু ভূমিষ্ঠ হয়। কিন্তু শিশুটি ২৫ সপ্তাহে জন্ম নিয়েছে। তাই একটু ঝুঁকি থেকেই যায়। তবে সময় না গেলে এ বিষয়ে পরিষ্কার কিছু বলা যাবে না।’
এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন দিন আগে মরিয়মের মা শাহিনুরকে ভর্তি করান স্বামী ইয়াসিন মোল্লা। ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া শাহিনুর শুক্রবার (১৬ অক্টোবর) ভোরের দিকে স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তান প্রসব করেন। জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃত্যুর সনদে চিকিৎসকরা জানান, নবজাতকটি মৃত অবস্থাতেই জন্ম নিয়েছে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ‘নবজাতকটি জীবিত আছে। তাকে ভর্তি রাখা হয়েছে। সুস্থ আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনায় তদন্ত কমিটি করবো। বের করার চেষ্টা করবো কেন এমনটি হয়েছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘এই ঘটনা খতিয়ে দেখতে হাসপাতালের নবজাতক ইউনিটের প্রধান মনীষা ব্যানার্জিকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

পরিবারটির বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মালঙ্গা গ্রামে। স্ত্রী শাহিনুর গৃহিণী, স্বামী ইয়াসিন মোল্লা বিআরটিসির বাসচালক।

আরও পড়ুন:

ঢামেকে মৃতঘোষিত নবজাতক দাফন করতে গিয়ে জীবিত!

/এসএইচ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন