X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শঙ্কামুক্ত নয় ‘মিরাকল’ শিশু মরিয়ম, চলছে তদন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ১৮:০৪আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৯:৩০

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

শুক্রবার দাফন করার ঠিক আগ মুহূর্তে জীবিত উদ্ধার নবজাতক মরিয়ম এখন নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন। আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হলেও শিশুটি শঙ্কামুক্ত নয়। ঝুঁকির মধ্য দিয়েই যাচ্ছে প্রতিটি মুহূর্ত। তবে চিকিৎসকরা আশাবাদী। তারা বলেছেন, শিশুটি অপরিণত। ওজন এক কেজিরও কম হওয়ায় অনেক কিছুরই ডেভেলপমেন্ট হয়নি। 
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘নবজাতকটি জন্মের পর কোনও কান্নাকাটি ও নড়াচড়া করেনি। চিকিৎসকরা হার্টবিটও পাচ্ছিলেন না। অনেক চেষ্টাতেও রেসপন্স পাচ্ছিলেন না। তারপর তারা অক্সিজেন দিয়েও রাখেন। এরপর মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় ও নবজাতকের বাবা তাকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যান।
তিনি আরও বলেন, ‘ঘটনাটি মিরাকল। তবে মেডিক্যাল সায়েন্সে এমন ঘটনা ঘটতে পারে। অনেক জায়গাতেই ঘটেছে। তবে আমরা দেখবো কারও কোনও অবহেলা ছিল কিনা। এর আগেও আমাদের এখানে এমন একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ওই চিকিৎসককে আমরা ঢামেকে কাজ করতে দেইনি।’
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। চার সদস্যের তদন্ত কমিটির সঙ্গে বসেছিলাম। সমস্যাটা কোথায় ছিল বের করার চেষ্টা করছি। তদন্ত শেষে কারও গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ঢামেকের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান ও তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডা. মনীষা ব্যানার্জী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সময় হওয়ার আগেই শিশুটির জন্ম হয়েছে। ওজন খুব কম। সেদিক থেকে ঝুঁকি আছে। তবে তার উন্নত চিকিৎসা চলছে। শিশুটিকে মৃত ঘোষণা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও এ বিষয়ে বলার সময় আসেনি। আমরা দেখছি কী হয়েছিল।’
অন্যদিকে উচ্চরক্তচাপসহ বেশ কিছু শারীরিক জটিলতায় শিশুটির মা শাহিনুর বেগম অসুস্থ হয়ে পড়েছেন। শাহিনুরের স্বামী ইয়াসিন মোল্লা বলেন, ‘সকালে আমার মেয়ের খোঁজ নিয়েছি। তবে কাছে যেতে পারিনি। চিকিৎসকরা জানিয়েছেন আমার সন্তান ভালো আছে। চিন্তা করতে নিষেধ করেছেন।’

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চার দিন আগে স্ত্রী শাহিনুরকে ভর্তি করান স্বামী ইয়াসিন মোল্লা। ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়া শাহিনুর শুক্রবার (১৬ অক্টোবর) ভোরের দিকে স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তান প্রসব করেন। তবে জন্মের পর ওই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।











পরে ওই নবজাতককে তার বাবা ইয়াসিন দাফনের জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান। কবরস্থানের লোকজন দাফন করার জন্য এক হাজার ৪শ’ টাকা দাবি করে। সঙ্গে পর্যাপ্ত টাকা না থাকায় নবজাতককে বসিলা কবরস্থানে নিয়ে যান ইয়াসিন। সেখানে দাফনের আগমুহূর্তে নবজাতকটি নড়ে ওঠে। পরে দ্রুত আবার ঢামেকে আসেন ইয়াসিন।

 

আরও পড়ুন:

ঢামেকে মৃতঘোষিত নবজাতক দাফন করতে গিয়ে জীবিত!
ভাগ্যিস পকেটে চৌদ্দশ’ টাকা ছিল না!

/এসএইচ/এফএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়