X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিকের দফতরিদের আন্দোলন কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২১:১৬আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২১:১৮

দফতরিদের সমাবেশ (ফাইল ছবি) প্রাথমিকের ২৭৮৪৫ দফতরির পদ রাজস্ব খাতে নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরও দফতরিরা রবিবার (১৮ অক্টোবর) অধিদফতরের সামনে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ঘোষণা দিয়েছে। প্রয়োজনে লাগাতার অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে তারা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে তারা এই ঘোষণা দেন।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী পদে ২৭ হাজার ৮৪৫টি পদ সৃষ্টির প্রস্তাব পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
এই প্রস্তাব পাঠানোর পর শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে আন্দোলন কর্মসূচির কথা জানায়।
সংগঠনের আহ্বায়ক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত পত্রে বলা হয়, চাকরি জাতীয়করণের দাবিতে রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের পক্ষে জানানো হয়, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দফতরি কাম প্রহরী পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর পরও কেনও পদযাত্রা কর্মসূচি জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘কিছু দিন আগেও যখন প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছিল সেটা ফেরত এসেছে। আসলে আমরা যে আউটসোর্সিংয়ে নেই সে কথাটি প্রস্তাবনায় থাকা উচিত ছিল। তা না করা হলে আবারও ফেরত আসবে। আমাদের কর্মঘণ্টা মীমাংসিত বিষয় তারপরও সেটা সমাধান করা হয়নি। উচ্চ আদালত বলেছেন প্রয়োজন হলে দফতরি এবং প্রহরী আলাদাভাবে পদ সৃষ্টি করতে পারেন। বিষয়টি সমাধান করা হচ্ছে না, তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছি। কাল থেকে অধিদফতরের সামনে অবস্থান করবো প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। যতদিন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ না হয় ততদিন আমাদের কর্মসূচি চলবে। ’

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো