X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২০, ১৬:৩৪আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৬:৩৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের আহ্বান পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রবিবার (১৮ অক্টোবর) ইউজিসি অডিটোরিয়ামে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট সংক্রান্ত দু’দিন ব্যাপী সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান সভার সভাপতি ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
সভাপতির বক্তব্যে ড. মো আবু তাহের বলেন, ‘সংকটকালে পাবলিক বিশ্ববিদ্যালয় যেনও অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না করে। এছাড়া নির্দিষ্ট খাতে ও কোডে ব্যয়ে নিয়ম, বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।’ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা এবং একটি শক্তিশালী আর্থিক কাঠামো গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
পেনশন সংবিধি তৈরি, মাস্টার রোল, চুক্তি ভিত্তিক, দৈনিক ভিত্তিক, সিকিউরিটি গার্ড ও আনসার পদে নিয়োগ বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান ড. মো আবু তাহের। প্রয়োজনে ৪র্থ শ্রেণির পদের বিপরীতে কমিশনের অনুমোদন নিয়ে নিয়োগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ২৩ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ও বাজেট কর্মকর্তারা অংশ নেন। সভায় ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২১-২০২২ অর্থবছরের মূল বাজেট নিয়ে আলোচনা হয়।
কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে বাজেট সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর ও অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। এছাড়া, সভায় ইউজিসি’র বিভাগীয় প্রধান ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে শিক্ষক সংকট থাকলেও নিয়োগ দেওয়া হচ্ছে না। আবার কোথাও মাস্টার রোলে অতিরিক্ত নিয়োগ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে ইউজিসির এই সভায় মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধের আহ্বান জানানো হয়। যদিও বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে প্রয়োজনীয় সংখ্যক মাস্টার রোল ও চুক্তিভিত্তিক নিয়োগের বিধান রয়েছে।

 

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা