X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কারাবন্দি অপরাধীদের স্ত্রীদের দিয়ে হুমায়নের জাল টাকার কারখানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ১৬:৩৩আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৭:০০

গ্রেফতারকৃত ৪ জন কারাগারে থাকা অপরাধীদের দরিদ্র স্ত্রীদের দিয়ে রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক বাসায় জাল টাকার কারখানা গড়ে তুলেছিল হুমায়ন কবির খান (৪৫) নামে এক ব্যক্তি। প্রায় ১৫ বছর ধরে জালটাকার এই ব্যবসায়ী ছয়বার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। প্রতিবার জামিনে মুক্তি পেয়ে একই ব্যবসা করেন। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি ষষ্ঠ তলার বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে একটি জাল টাকার কারখানার সন্ধান পেয়ে আমার অভিযান পরিচালনা করি। সেখান থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়।’ গ্রেফতারকৃতরা হলো, হুমায়ন কবির খান (৪৫), জামাল (৪২), সুখী আক্তার (৩০) ও তাসলিমা আক্তার (৩০)।

কারাবন্দি অপরাধীদের স্ত্রীদের দিয়ে হুমায়নের জাল টাকার কারখানা
গ্রেফতারকৃত হুমায়ন ও জামাল ২০০৮ সালের দিকে দুরুল হুদা নামের এক কারিগরের কাছে জাল টাকা তৈরির কৌশল রপ্ত করে। এরপর নিজেই জাল টাকা তৈরির কারখানা চালু করে হুমায়ন। গ্রেফতারকৃত জামাল শুরু থেকেই হুমায়নের তৈরিকৃত জাল টাকার ডিলার হিসেবে কাজ করে আসছে। গ্রেফতারকৃত দু’জন নারী তাদের সহযোগী হিসেবে কাজ করতো।
মশিউর রহমান বলেন, নুরজাহান রোডের বাসাটি জাল টাকা তৈরির মিনি কারখানা। গ্রেফতারকৃত হুমায়ন ইতোপূর্বে আরও ছয়বার ডিবি পুলিশ, থানা পুলিশ এবং র‌্যাবের কাছে গ্রেফতার হয়। জামালের নামেও রয়েছে জাল টাকার দুইটি মামলা। এই চক্রটি সারাবছর ধরেই জাল টাকা তৈরি করলেও দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকদিন ধরে জোরেশোরে জাল টাকা তৈরির কাজ করে আসছিল।
জাল টাকা তৈরি করার জন্য বিশেষ ধরনের কাগজ তৈরি, তাতে বিভিন্ন ধরনের আঠা, নিরাপত্তা লাগানো এবং প্রিন্টেড নোটগুলোকে সাইজ অনুসারে কাটার জন্য কারখানার মহাজন হুমায়ুন দুই নারীকে ১৫০০০ টাকা এবং ১০০০০ টাকায় চাকরি দিয়েছিল। এই নারীরা আবার বিভিন্ন অপরাধে জেলে থাকা অপরাধীদের স্ত্রী। গ্রেফতারকৃত তাসলিমা আখতারের স্বামী সাইফুল ইসলাম গত জানুয়ারি মাসে র‌্যাবের হাতে গ্রেফতার হয়। বর্তমানে জেলখানায় রয়েছে।
পুলিশ জানিয়েছে, জাল টাকা তৈরির মহাজন হুমায়ন দেড় বছর আগে জেলখানা থেকে জামিনে এসে বড় আকারের জাল টাকার কারখানা স্থাপন করে। তার অপর একভাই কাওসার জাল টাকার ব্যবসায়ী। বিভিন্ন মামলায় বর্তমানে সে কেন্দ্রীয় কারাগারে রয়েছে।

কারাবন্দি অপরাধীদের স্ত্রীদের দিয়ে হুমায়নের জাল টাকার কারখানা
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৯ লাখ ৫০ হাজার বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ২টি প্রিন্টার, ৫টি স্ক্রিন প্রিন্ট দেওয়ার ফ্রেম, জাল নোট তৈরির জন্য ২৫০০ পিস সাদা কাগজ, ৯টি বিভিন্ন রংয়ের কালির কার্টিজ, সিকিউরিটি থ্রেট পেপারের রোল ১টি, প্লাস্টিকের কালির কৌটা ৩টি ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধারকৃত সরঞ্জাম দিয়ে আনুমানিক ৫ কোটি জাল টাকা তৈরি করা সম্ভব।
সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদ জানান, এই চক্রের মূল হোতা প্রথম পাইকারি বিক্রেতার নিকট প্রতি লাখ জাল টাকা বিক্রি করে ১০-১২ হাজার টাকা। পাইকারি বিক্রেতা প্রথম খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে ১৪-১৬ হাজার টাকা। প্রথম খুচরা বিক্রেতা দ্বিতীয় খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে ২৫-৩০ হাজার টাকা। মাঠ পর্যায়ে দ্বিতীয় খুচরা বিক্রেতার হাত ধরে সেই টাকার মূল্য হয়ে যায় আসল টাকার সমান। মাঠ পর্যায়ের কর্মীরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বা দ্রব্যাদি ক্রয়ের মাধ্যমে এই জাল টাকা বাজারজাত করতো।

কারাবন্দি অপরাধীদের স্ত্রীদের দিয়ে হুমায়নের জাল টাকার কারখানা

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী