X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সহকারী শিক্ষকের ‘ক্ষমতা’!

এস এম আববাস
২০ অক্টোবর ২০২০, ১৮:৫৪আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০০:৩০

জাহাঙ্গীর সেলিম শেরপুরের ঝিনাইগাতি উপজেলার হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (বরখাস্ত) জাহাঙ্গীর সেলিম। অথচ প্রধান শিক্ষক হিসেবে নিজেই বেতন বিলে স্বাক্ষর করেন তিনি। প্রতিস্বাক্ষর চান জেলা শিক্ষা অফিসারের। জেলা শিক্ষা অফিসার প্রথমে রাজি না হলেও প্রভাবশালীদের চাপের মুখে বেতন বিলে স্বাক্ষর করেন।
শিক্ষা অফিসারের রবিবারের (১৮ অক্টোবর) প্রতিস্বাক্ষর করা ওই বেতন বিলকে কেন্দ্র করে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে ওই অবৈধ বেতন বিল ব্যাংকে জমা দিতে চেয়েছিলেন জাহাঙ্গীর সেলিম। তবে বিষয়টি জানতে পেরে বিভিন্ন মহলে অভিযোগ করেন বর্তমান প্রধান শিক্ষক উম্মে কুলসুম।

হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুমের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শেরপুরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকছেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জজ কোর্টের পিপিকে অনুরোধ করেছি। বিজ্ঞ পিপি বলেছেন আইনগত কোনও বাধা নেই’। তাছাড়া স্থানীয়ভাবে তো অনেক কিছু ম্যানেজ করতে হয়।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে অনুপস্থিত থাকার কারণে হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালের ১৭ নভেম্বর বরখাস্ত হন সহকারী শিক্ষক জাহাঙ্গীর সেলিম। এরপর নিয়োগ জালিয়াতি করে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপত্র তৈরি করে জাল কাগজে এমপিওভুক্ত হন। তবে জালিয়াতি ধরা পড়ার পর এমপিও স্থগিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।  একইসঙ্গে অভিযুক্ত জাহাঙ্গীর সেলিমের বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে জালিয়াতির মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ওই শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির মামলাও করে।

এই মামলার পর থেকে নিম্ন আদালত ও উচ্চ আদালত মিলিয়ে উভয়পক্ষে ১১টিরও বেশি মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক জাহাঙ্গীর সেলিম বিগত সাত বছর ধরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও কর্মকাণ্ডে জড়িত নেই। এদিকে এই শিক্ষকের আবেদন ও তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে উভয়পক্ষের শুনানির আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও চলমান মামলাগুলোর চূড়ান্ত রায়ের অপেক্ষা না করেই জাল কাগজের ভিত্তিতে প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহালের নির্দেশনা চেয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আবেদন জানান বরখাস্ত শিক্ষক সেলিম জাহাঙ্গীর। শিক্ষা বোর্ড জাল কাগজেই জাহাঙ্গীর সেলিমকে পুনর্বহালের আদেশ দেন ম্যানেজিং কমিটিকে। পরে শিক্ষা বোর্ড বিষয়টি জানতে পেরে পুনর্বহালের আদেশ স্থগিত করে। কিন্তু প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহালের কোনও আদেশ না থাকলেও আদালতের আদেশ রয়েছে উল্লেখ করে আবারও প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহালের আবেদন জানান জাহাঙ্গীর সেলিম।  শিক্ষা বোর্ড আবারও আদেশ যাচাই-বাছাই না করে গত ১৪ সেপ্টেম্বর প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহালের আদেশ দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে।

ওই আদেশ পাওয়ার পর শেরপুরের মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার গত ১৫ অক্টোবর ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে পত্র দেন। ওই পত্রে জেলা শিক্ষা অফিসার উল্লেখ করেন বর্তমানে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে হাইকোর্টে ৫৬৪১/২০১৯নং রিট মামলা রয়েছে। মামলায় কমিটির কার্যকারিতা স্থগিত করেছেন আদালত।  ফলে তাকে স্বপদে বহাল করা যাচ্ছে না। চিঠিতে শিক্ষা বোর্ডের পরবর্তী নির্দেশনাও চান জেলা শিক্ষা অফিসার।

জেলা শিক্ষা অফিসার শিক্ষা বোর্ডকে পাঠানো চিঠির কোনও নির্দেশনা না পেলেও স্থানীয় প্রভাবশালীদের চাপে জাহাঙ্গীর সেলিমের অবৈধ বেতন বিলে প্রতিস্বাক্ষর করেন।  ঝিনাইগাতি উপজেলার অগ্রণী ব্যাংকের তিনানীবাজার শাখায় অবৈধ বিল জমা দেবেন বলে জানান বর্তমান প্রধান শিক্ষক উম্মে কুলসুম। বিষয়টি জেলা শিক্ষা অফিসার নিজেও স্বীকার করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক জাহাঙ্গীর সেলিম কোনও কথা বলতে চাননি। তিনি পরে কথা বলবেন বলে জানান। তবে যোগাযোগের জন্য নির্দিষ্ট সময় চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়