X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ

ঢাবি প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১৩:১৫আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৪:২০

লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা৷ আজ বুধবার (২১ অক্টোবর) পূর্ব ঘোষণা অনুযায়ী এ অবরোধ কর্মসূচি সারাদেশে পালন করছেন তারা। এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকেন।

লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ অবরোধ কর্মসূচির আগে দুপুর পৌনে ১২টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে একটি সমাবেশ করেন অবরোধকারীরা। সমাবেশ শেষে কাঁটাবনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১২টার দিকে রাস্তা অবরোধ করেন তারা। এতে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, বাংলামোটর ও মৎস‌্য ভবন এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শাহবাগে পুলিশের ২৫-৩০ জনের একটি টিমকে লাঠি-হেলমেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

অবরোধ কর্মসূচিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ আরও কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

শাহবাগ মোড়ে পুলিশের অবস্থান গত ৫ অক্টোবর থেকে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে নয় দফা দাবিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। এরপর ১৬ অক্টোবর ঢাকা থেকে লংমার্চ নিয়ে নোয়াখালীতে গিয়ে সমাবেশ করে আবার ১৭ অক্টোবর ঢাকা ফেরেন তারা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বলেন, ‘ধর্ষণবিরোধী লংমার্চ নিয়ে ফেনীতে গেলে আমাদের ওপর হামলা করা হয়। সেই হামলার প্রতিবাদে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকাতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চলমান থাকবে।’

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক রাগিব নাঈম বলেন, ‘যারা ধর্ষকদের লালন-পালন করে তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে। এর প্রতিবাদে আমাদের কর্মসূচি চলবে।’

লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘এ রাষ্ট্র ধর্ষকদের নিরাপত্তা দেয়। ধর্ষকদের পক্ষে কথা বলে৷ আর যারা ধর্ষণের প্রতিবাদ করে তাদের ওপর ছাত্রলীগ-যুবলীগ দিয়ে হামলা চালায়। আমরা রাষ্ট্রের এ ধরনের চরিত্রের তীব্র নিন্দা জানাচ্ছি।’

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলনকারীদের আমরা রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেছি। তারা আমাদের কথা শোনেননি। তাদের অবরোধের জন্য যানচলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে।’

 

/এসআইআর/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা