X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষায় বসতেই হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ১৬:২৮আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৬:২৮

শিক্ষা মন্ত্রণালয় সাধারণ সব পরীক্ষা না নেওয়া হলেও কারিগরি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার বিষয়ে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। এই সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল যুক্ত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরির নবম ও একাদশের পরীক্ষাগুলো হওয়ার প্রয়োজন রয়েছে। তাদের পড়াশোনার যে ধরন, তাতে পরীক্ষা নেওয়া জরুরি। তাদের পরীক্ষার্থীর যে সংখ্যা খুব বেশি তাও নয়। তাছাড়া বিভিন্ন ট্রেডে ভাগ করা রয়েছে। তাদের পরীক্ষা কখন কিভাবে নিতে পারি সকল শিক্ষা বোর্ড মিলে আলোচনায় বসেছিল। কারিগরি শিক্ষা বোর্ড থেকেও আমাদের কাছে সুপারিশ পেশ করেছে, শিগগিরই আমরা সিদ্ধান্ত জানিয়ে দেবো। ’
ডিপ্লোমা শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ডিপ্লোমায় যারা শেষ সেমিস্টারে আছেন তাদেরটা পরীক্ষার মাধ্যমেই হতে হবে। একেবারেই শেষ পর্যায়ের পরীক্ষা, এটি পরীক্ষা নেওয়া ছাড়া সম্ভব নয়। তাদের পরীক্ষাটি হতে হবে। শিক্ষার্থীরা বার বার আমাদের জানাচ্ছে তারা কয়েক মাস ধরে আমরা অপেক্ষা করছে, চাকরি জীবনে প্রবেশ করতে পারছে না। পরীক্ষার্থীর পরিবারের জন্যও এটি বড় বোঝা। কিন্তু তারপরও কর্মজীবনে প্রবেশ করতে পরীক্ষা না নিলে তারা সমস্যায় পড়বেন। ’
যেসব কোর্সের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘যাদের শুধু মৌখিক পরীক্ষা বাকি রয়েছে তাদেরটা আমরা দেখবো। কিন্তু সামাগ্রিকভাবেই কারিগরির সিদ্ধান্তগুলো আমরা জানাবো। তবে যাদের পরীক্ষা কিছু বাকি রয়েছে, তাদের পরীক্ষা নিতেই হবে। পরীক্ষা ছাড়াই যদি পাস করে তাহলে চাকরিদাতারা সেভাবে মূল্যায়ন করবে না। সে কারণে আরেকটু ধৈর্য করতে হবে। পরীক্ষা নেওয়া হবে তবে কিভাবে নেবো সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, সেটি আমরা জানিয়ে দেবো।’
ভার্চুয়াল এই প্রেস ব্রিফিংয়ে আরও যুক্ত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা