X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিক রহুল আমিন গাজীর মুক্তির আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৫:০৮আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৫:০৮

প্রেস ক্লাবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির আল্টিমেটাম দি‌য়ে‌ছে সাংবাদিক নেতারা। অন্যথায় লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে এর একাংশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এই আল্টিমেটাম দেন। 

সমা‌বে‌শে প্রেস ক্লা‌বের সা‌বেক সভাপতি সি‌নিয়র সাংবা‌দিক শওকত মাহমুদ ব‌লে‌ন, ‘রুহুল আমিন গাজীকে বুধবার (২১ অক্টোবর) গ্রেফতার করা হয়েছে। আমরা জানি, হাইকোর্ট থেকে তিনি জামিনে আছেন এবং নিম্ন আদালত সেটা কনফার্ম করেছেন। কিন্তু, সেই মামলায় হাজিরার দোহাই দিয়ে তাকে গ্রেফতর করা হয়েছে।’

তিনি বলেন, ‘আশ্চর্য হয়ে যাই একজন সাংবাদিক নেতাকে বিনা নোটিশে, তাকে না জানিয়ে কী করে এভাবে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

বিএফইউজের সাবেক এই সভাপতি বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং অন্যান্য মিথ্যা মামলায় যাদের আটক করে রাখা হয়েছে, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আজকের মধ্যে রুহুল আমিন গাজীকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে আসবে। এই আন্দোলন একসময় গণমুক্তির আন্দোলনে রূপ নেবে।’

এ সময় তিনি জাতীয় প্রেস ক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠন‌কে আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা এই প্রতিবাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দেই এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাকেও জানিয়ে দেই—সাংবাদিকদের ওপর নিপীড়ন নির্যাতন মেনে নেওয়া হবে না।’

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, ‘আজকের মধ্যে যদি সাংবা‌দিক নেতা রুহুল আমিন গাজীকে মুক্তি দেওয়া না হয় তাহলে লাগাতার কর্মসূচি করা হবে এবং রুহুল আমিন গাজীসহ সব সাংবাদিকের মুক্তির দাবিতে ডিইউজের উদ্যোগে আগামী শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বিএফইউজের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রোকন, ডিইউজের সহ-সভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসীন প্রমুখ।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা