X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১১:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৩:১০

ডা. জাহিদুর রশীদ সুমন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. জাহিদুর রশীদ সুমন। ডেঙ্গু রোগের জটিল রূপ ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে রবিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মারা যান।

ডা. জাহিদুর রশীদ সুমন ফরিদপুর মেডিক্যাল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাবনা ক্যাডেট কলেজে লেখাপড়া করেছেন তিনি।

গত সপ্তাহে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। তার চিকিৎসা চলছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তারও আগে তিনি ইমপালস হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকে তাকে এভার কেয়ারে পাঠানো হয়।

তার মৃত্যুর কারণ জানতে চাইলে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর ব্যাপারে কোনও তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ দেবে না। এ বিষয়ে জানতে হলে তার স্বজনদের কাছ থেকে জানতে হবে।  
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি (এফডিএসআর) এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. জাহিদুর রশীদ সুমন প্রথমে করোনায় আক্রান্ত হন। সেখান থেকে সুস্থ হয়ে উঠলেও হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলে জানিয়েছে।’

তবে এটা পোস্ট কোভিড সিন্ড্রোম হতে পারে বলে ধারণা করছেন ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি বলেন, ‘ডা. জাহিদের সর্বশেষ করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। তার অক্সিজেন লেভেল-প্লাটিলেট কমে গিয়েছিল।’

ডা. জাহিদুর রশীদ সুমনের স্ত্রীর নাম ডা. শাহীন আক্তার। দুই সন্তানের বাবা তিনি। ডা. শাহীন আক্তার গত ২২ অক্টোবর ফেসবুকে লিখেছেন, চিকিৎসকরা ডেঙ্গু হেমোরেজিক সন্দেহ করছেন। তার স্ত্রী শাহীন আক্তারও এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানান, ডা. জাহিদুর রশীদ সুমন চিকিৎসকদের আল্ট্রাসনোগ্রাফি প্রশিক্ষণের অন্যতম বড় প্রতিষ্ঠান সিমুডের প্রতিষ্ঠাতা ছিলেন। প্ল্যাটফর্ম, মেডিসিন ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন তিনি।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন