X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

থেমে নেই ধর্ষণ, অ্যান্টিরেপ ডিভাইস কতদূর?

বাহাউদ্দিন ইমরান
২৭ অক্টোবর ২০২০, ১৩:০০আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৭:৪৭

থেমে নেই ধর্ষণ, অ্যান্টিরেপ ডিভাইস কতদূর?

গুগলে অ্যান্টিরেপ ডিভাইস লিখে সার্চ করলেই মিলবে অ্যাথেনা, সেফলেট, ওয়াচওভারমি এমন নানা নামের যন্ত্র। ‘ঝুঁকিপূর্ণ’ স্থানে চলাফেরার সময় অনেক নারী এসব ডিভাইস তাদের নেকলেস, ব্যাগ কিংবা আংটির সঙ্গে জুড়ে রাখেন। এসব যন্ত্রের সঙ্গে সংযুক্ত বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে বিপদের বার্তা চলে যাবে আশপাশে থাকা পরিচিতজন কিংবা থানায়। বেজে উঠবে অ্যালার্মও। ভড়কে গিয়ে পালাতে পারে আক্রমণকারী। উন্নত বিশ্বে এগুলোর চল অনেক দিন ধরে থাকলেও আমাদের দেশে এখনও এ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনই পাওয়া যায়নি।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করেছে সরকার। কিন্তু এরপরও থেমে নেই এ অপরাধ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে জানা গেলো, দেশে গত ছয় মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৬৩০ জন। তাই আত্মরক্ষার প্রাথমিক কৌশল হিসেবে দ্রুত অ্যান্টিরেপ ডিভাইস চালুর ওপর জোর দিচ্ছেন অনেকে।

ধর্ষণের হাত থেকে প্রাথমিকভাবে আত্মরক্ষার উপকরণ হিসেবে এসব ডিভাইসের বিকল্প নেই বলে মনে করছেন সাবেক প্রধান বিচারপতি ও বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘উন্নত দেশের মতো আমাদের দেশেও এ ডিভাইস ব্যবহার করা যেতে পারে। ডিভাইসটির সিগন্যাল পেয়ে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যাবে ভিকটিমকে উদ্ধার করতে। তবে এসব ডিভাইস আবার কাউকে হয়রানি করার উদ্দেশ্যে যেন ব্যবহৃত না হয়, সেদিকেও নজরদারি রাখতে হবে।’

অ্যান্টিরেপ ডিভাইসের ব্যবহার ও সরবরাহের নির্দেশনা চেয়ে গত ১২ জানুয়ারি মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও চিলড্রেন'স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়। একইসঙ্গে বিদেশ থেকে অ্যান্টিরেপ ডিভাইস আনতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়।
রিট আবেদনে বলা হয়, অ্যান্টিরেপ ডিভাইস নারী তার শরীরে বহন করতে পারবে। যৌন নির্যাতনের শিকার হলে বা হওয়ার আশঙ্কা থাকলে ওই যন্ত্রের সাহায্যে ৯৯৯-এ জরুরি বার্তা পাঠানো যাবে।

জনস্বার্থে দায়ের হওয়া ওই রিটের শুনানি নিয়ে ডিভাইস সরবরাহের বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে কমিটিকে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছিল। একইসঙ্গে নারীদেরকে ধর্ষণ ও যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছিলেন আদালত।
১৯ জানুয়ারি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান, ব্যারিস্টার শারমিন শিউলী ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
রিটের অগ্রগতি কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে অ্যাডভোকেট ইশরাত হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই রিটের শুনানি নিয়ে পাবলিক প্লেসে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন বিবাদীদের প্রতি পাবলিক প্লেসে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছিলেন হাইকোর্ট। আদালত তার আদেশে অ্যান্টিরেপ সিকিউরিটি ডিভাইসের সঙ্গে জরুরি সেবার ৯৯৯ নম্বরটি সংযুক্ত করার জন্য আইসিটি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেন এবং ডিভাইসের সঙ্গে ৯৯৯ সংযুক্ত করলে কী সুফল আসবে তার বিস্তারিত জানিয়ে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন।’

তিনি আরও বলেন, ‘করোনার সময়ে আদালত বন্ধ থাকায় এবং এখন পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চালু না হওয়ায় আমরা রুলটির চূড়ান্ত শুনানি করতে পারিনি।’ 

 

/বিআই/এফএ/আপ-এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়