X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৭:১০আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৭:১৩

ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

গাজীপুরের ড্রিম নিটওয়্যার লিমিটেডের পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এবং বাংলাদেশ শ্রম অধিকার ফোরাম। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২১ অক্টোবর দিবাগত রাতে ড্রিম নিটওয়্যার লিমিটেডের ওই পোশাক শ্রমিক কাজ শেষে  তার সহকর্মী উজ্জলকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশে রওনা হন। ফেরার পথে কাশিমপুর হাজি বাড়ি মতিন গেট এলাকায় পৌঁছালে পাঁচ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে ২ জন দুর্বৃত্ত উজ্জলকে আটকে রাখে। অপর তিন  দুর্বৃত্ত ওই পোশাককর্মীকে অদূরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটায়।  বক্তারা আরও বলেন, এ ব্যাপারে কাশিমপুর থানায় মামলা হয়।ওই  রাতে ও সকালে পুলিশ  ৫ আসামিকে গ্রেফতার করে। কিন্তু গত ২৩ অক্টোবর কাশিমপুর থানার পুলিশ প্রধান আসামি মাওলানা আক্তার ও এমারতকে ছেড়ে দেয়। আরও জানা যায়, পুলিশ ভুক্তভোগী নারীকে দ্রুত মেডিক্যাল পরীক্ষা করার জন্য হাসপাতালে না পাঠিনে পাঁচ দিন পর্যন্ত থানা হেফাজতে রেখে সময়ক্ষেপণ এবং আলামত নষ্ট করে। ধর্ষণের শিকার নারীর অভিযোগ— পুলিশ গত ৫ দিন থানায় হেফাজতে রেখে তাকে মানসিকসহ বিভিন্নভাবে হয়রানি করছে।

বক্তারা দাবি জানিয়ে বলেন, এই পৈশাচিক ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে ধর্ষকদের অতিদ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সমাবেশে উপস্থিত ছিলেন— বাংলাদেশ শ্রম অধিকার ফোরামের সভাপতি শ্রমিক আবুল হোসাইন, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভানেত্রী সালেহা ইসলাম সান্তনা, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান।

 

/এইচএন/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!