X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনিরুজ্জামানের জানাজা অনু‌ষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ১৭:২৭আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৭:৪৪

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনিরুজ্জামানের জানাজা অনু‌ষ্ঠিত দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানের জানাজা নামাজ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ জানাজা অনু‌ষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগ, তথ্যমন্ত্রী, পিআইবি, প্রেস কাউন্সিল, ভারতীয় হাই কমিশন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, সম্পাদক পরিষদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সংবাদ পরিবার, উদীচী, সম্মিলিত সামাজিক আন্দোলন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া জানাজার আগে মুনীরুজ্জামানের বড় ভাইসহ সাংবাদিক নেতারা মুনীরুজ্জামানের সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন।

জাতীয় প্রেস ক্লা‌বের সভাপ‌তি সাইফুল আলম বলেন, ‘আমরা বেদনায় আপ্লুত। একের পর এক স্বজন হারাছি।  এমন একটা সময় স্বজন হারাচ্ছি, যখন তাদের পাশে দাঁড়াতে পারছি না, সেবা করতে পারছি না। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দেশ ও দেশের জনগণ অতিবাহিত করছে। এমন একটা সময় আমাদের অত্যন্ত কাছের মানুষ সাংবাদিক, লেখক, প্রিয় বন্ধু, প্রিয় অভিভাবক মুনিরুজ্জামানকে আমরা হারালাম।’

তিনি বলেন, ‘মুনিরুজ্জামান এমন একজন মানুষ ছিলেন, যিনি সময়ের আগে চলতেন। সময়কে ধারণ করতেন। তিনি চলে যাওয়ায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।’

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘মুনিরুজ্জামান শুধু সাংবাদিক ছিলেন না। তিনি একজন কবি, কলামিস্ট, রাজনৈতিক ছিলেন। তিনি অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন।  সবসময় মানুষের পাশে দাঁড়াতেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।’

জানাজা শেষে সাংবাদিক মুনিরুজ্জামানের প্রতি  ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তার জানাজায় উপস্থিত ছিলেন— ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের কোষাধক্ষ্য শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

উল্লেখ‌্য, খন্দকার মুনিরুজ্জামান  মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ দিন চিকিৎসাধীন ছিলেন। মুনীরুজ্জামান ২০১০ সালের ৪ জানুয়ারি দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক হন।

ছবি: নাসিরুল ইসলাম

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’