X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুলিশকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ দিবস পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৬:৫০আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৬:৫০

পুলিশকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ দিবস পালন যুক্তরাষ্ট্রের ‘থ্যাংকস গিভিং ডে’ এর অনুসরণে ধন্যবাদ প্রদান দিবস পালনে ব্যতিক্রমী আয়োজন করেছে তরুণদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়াং। ডিএমপির বিভিন্ন জোনের পুলিশ অফিসারদের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানোর মাধ্যমে এ দিনটি পালন করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়াং।  শনিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশেই ধন্যবাদ প্রদান দিবসটি পালন করা হয়। জেসিআই ঢাকা ইয়াং জানিয়েছে,  করোনাকালীন দুর্যোগসহ যে কোনও কাজে সব সময় জনগণের পাশে  ছিল পুলিশ। জনগণের সেবায় ও সুরক্ষায় পুলিশ সদস্যরা পরিশ্রম করে চলেছেন। তাদের জন্যই জেসিআই ঢাকা ইয়াংয়ের এই উদ্যোগ।

এর মূল পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন নবীন সদস্য রাবেয়া নাসির অভি ও সেক্রেটারি জেনারেল এস এম মুক্তাদিরুল হক। জেনারেল লিগাল কাউন্সিল সামিয়া রহমান ও লোকাল প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরীসহ অন্যান্য সদস্যরা এই উদ্যোগে অংশ নেন।

তারা ডিএমপির বিভিন্ন জোনের পুলিশ অফিসারদের ধন্যবাদ জানানোর জন্য ফুলের শুভেচ্ছা নিয়ে হাজির হন। পুলিশ হেডকোয়ার্টারের এআইজি সোহেল রানা (মিডিয়া),  অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ, মিরপুরের এডিশনাল ডেপুটি কমিশনার মাহমুদা আফরোজ লাকী, পল্টন মডেল থানার অফিস ইনচার্জ মো. আবু বকর সিদ্দিকসহ অন্য আরও অনেক পুলিশ কর্মকর্তাকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেসিআই ঢাকা ইয়াংয়ের সদস্যরা মতামত বিনিময় করেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মিরপুর দারুসসালাম জোনের অতিরিক্ত উপ কমিশনার মাহমুদা আফরোজ লাকী বলেন, জেসিআই ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন কাজকর্মে ঢাকা ইয়াংয়ের নিয়োজিত হওয়া অত্যন্ত প্রশংসনীয় কাজ। এ ধরনের কাজ যারা করেন, আমি সবসময় তাদের পাশে আছি।

জেসিআই ঢাকা ইয়াংয়ের সেক্রেটারি জেনারেল এস এম মুক্তাদিরুল হক বলেন, করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে এবং সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে আমরা সীমিত আকারে এই দিবসটি উদযাপন করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে, আগামীতে দেশব্যাপী আরও বড় পরিসরে এই কার্যক্রম অব্যাহত রাখার আশা করছি।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা দুই লাখের ওপর। বাংলাদেশে বর্তমানে জেসিআই এর ১৪টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

 

 

/সিএ/এফএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী