X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘মানুষের দুর্দশা কমাতে জননেত্রীর বিকল্প নেই’

অহিদুল ইসলাম, (রিয়াদ) সৌদি আরব
২৯ নভেম্বর ২০২০, ০৩:০৫আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৯:৩৬

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সৌদি আরব প্রবাসী নেতা রফিকুল হায়দার ভুঁইয়াকে রিয়াদে সংবর্ধনা দেওয়া হয়।

দেশের উন্নয়ন এবং মানুষের দুর্দশা কমাতে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। করোনাভাইরাসের দুর্বিষহ দিনগুলোতে দেশের মানুষ এবং দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের সেবা নিশ্চিত করে তিনি যে নিদর্শন দেখিয়েছেন সারাবিশ্বে তা এখন অনন্য দৃষ্টান্ত। এ মন্তব্য করেছেন প্রবাস থেকে নির্বাচিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. রফিকুল হায়দার ভুঁইয়া।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হওয়ায় দেওয়া এক সংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সৌদি আরবে স্বাস্থ্যবিধি মেনে রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাকে এই সংবর্ধনা দেন।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল হাসনাত সুমন পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন তানিম। সংবর্ধনা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের আরবাইন শাখা, আজিজিয়া শাখা, হারা শাখা, সানাইয়া শাখা, প্রবাসী গোপালগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা রফিকুল হায়দার ভুঁইয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রিয়াদের বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ায় রফিকুল হায়দার ভুঁইয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি প্রবাসে আইন-কানুন মেনে চলা এবং দূতাবাসের দেওয়া সকল নিয়ম-নীতি অনুসরণ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি আবুল হাসনাত সুমন পাটোয়ারী সৌদি আরবের রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন অঙ্গসংগঠন প্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের কর্মী-সমর্থক বাড়ানোয় বিশেষ অবদানের জন্য সৌদি আরব প্রবাসী এই নেতার প্রশংসা করেন। তিনি বলেন, সামনের দিনগুলোতে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরও বেশি শক্তিশালী করার জন্য সৌদি আরবের রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম গতিশীল করা হবে।

অনুষ্ঠানে রিয়াদের দূর-দুরান্ত থেকে এসে সাধারণ এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসীরা যোগ দেন। 

/টিএন/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া