X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নারী নির্যাতন মামলায় ৮৭ বছর বয়সী বৃদ্ধের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২১:০০আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:০১

হাইকোর্ট যৌতুকের দাবিতে জখম করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় লালমনিরহাটের অশীতিপর বৃদ্ধ তাজেম উদ্দিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই মামলায় তাজেম উদ্দিনের ছেলে ময়েন উদ্দিনকেও আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এ সংক্রান্ত জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১ ডিসেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিদের জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী ওমর ফারুক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।
আইনজীবী ওমর ফারুক জানান, এ মামলায় ময়েন উদ্দিন ও তাজেম উদ্দিনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। এজাহারে তাজেম উদ্দিনের বয়স ৬০ বছর দেখানো হলেও জাতীয় পরিচয়পত্র মোতাবেক তার বয়স ৮৭ বছর। তবে তাজেম উদ্দিন মনে করেন তার বয়স শত বছরের উপরে।
মামলার এজাহারে থেকে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়ার তাজেম উদ্দিনের ছেলে ময়েন উদ্দিনের সঙ্গে ২০১৮ সালের ১৯ মার্চ বান্দেরকুড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বরপক্ষ যৌতুক দিতে চাপ দিতে থাকে। এদিকে এক পর্যায়ে শারমিন গর্ভধারণ করে। সে অবস্থাতেও গত ১৬ জুন শারমিনের কাছে দুই লাখ টাকা দাবি করেন তার স্বামী ময়েন উদ্দিন।
কিন্তু যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে শ্বশুর ও ননদের হুকুমে শারমিনকে তার স্বামী মারপিট করে। পরে শারমিনের স্বামী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসা শেষে শারমিন তার বাবার বাড়িতে চলে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জুলাই ফের চিকিৎসা নেওয়ার সময় শারমিন একটি মৃত সন্তানের জন্ম দেন।
পরে গত ৭ অক্টোবর থানায় স্বামী ময়েন উদ্দিন, শ্বশুর তাজেম উদ্দিন এবং ননদ শিরিনা বেগমের বিরুদ্ধে যৌতুকের জন্য মারপিট করে সাধারণ জখম এবং সম্মতি ব্যতিরেকে গর্ভপাত ঘটানো এবং সহায়তার অভিযোগ এনে মামলা দায়ের করেন শারমিন।
ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে জামিন নিতে আসেন শারমিনের স্বামী ময়েন উদ্দিন ও শ্বশুর তাজেম উদ্দিন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি