X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পুলিশকে হতে হবে মানবিক: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৯:৫৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ২০:০০

পুলিশকে হতে হবে মানবিক: আইজিপি আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশকে হতে হবে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও জনগণের প্রতি মানবিক। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে তাদের কাছ থেকেও ভালো ব্যবহার পাওয়া যায়। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে পুলিশি সেবা। একইসঙ্গে জনসেবায় নিবেদিত পুলিশ সদস্যদের কল্যাণও নিশ্চিত করা হবে। বুধবার (২ নভেম্বর) ঢাকা রেঞ্জের ১৩টি জেলার পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, জনগণের সঙ্গে খারাপ আচরণ করা ও নির্যাতন করার কোনও সু‌যোগ নেই। জনগণের প্রতি যে কোনও প্রকার নির্দয় আচরণ বন্ধ করে সংশ্লিষ্ট বিষ‌য়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ কর‌তে হ‌বে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে মানুষের ভালোবাসাও পাওয়া যায়। এর প্রমাণ করোনাকালে পুলিশ পেয়েছে।

আইজিপি বলেন, যে‌ন কেকোনও প্রকার দুর্নীতির আশ্রয় গ্রহণ না কর‌তে হয়, সেজন্য  বর্তমান সরকার  সকল সরকারি পেশাজীবীর সু‌যোগ সুবিধা ও  বেতন- ভাতা অনেক বাড়িয়েছে। তাই, আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ জীবন-যাপন করতে হবে। পুলিশের কোনও সদস্য দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারবে না।

আইজিপি বলেন, পুলিশের কোনও সদস্য মাদক গ্রহণ করবে না। মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে না। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক রাখবে না।

বিট পুলিশিংয়ের ব্যাপকতা ও গুরুত্ব উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশকে ৬ হাজার ৯১২টি বিটে ভাগ করে বিট পুলিশিং চালু করা হয়েছে। এর ফলে বিট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওই এলাকার প্রতিটি খানা সম্পর্কে জানতে পারবে। তাদের সমস্যা চিহ্নিত করতে পারবে। ফলে ওই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইনি সেবা প্রদান করা সহজ হবে।

আইজিপি আরও বলেন,  ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু পুলিশকে জনবান্ধব, মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রত্যাশার পুলিশ হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীকে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, ঢাকা রেঞ্জের অধীন জেলার পুলিশ সুপাররা বিভিন্ন বিষয়ে পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন। আইজিপি তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান রেঞ্জের অপরাধ পরিস্থিতি, বিশেষ উদ্যোগ, ট্রাফিক ব্যবস্থাপনা, পাসপোর্ট তদন্ত,  পুলিশ ক্লিয়ারেন্স, মাদক মামলা, মোবাইল ব্যাংকিং ইত্যাদি বিষয় আইজিপির সামনে তুলে ধরেন।

এদিন বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণকে উপজীব্য করে রেঞ্জ চত্বরে নির্মিত 'মুক্তির মহাকাব্য' ম্যুরাল উদ্বোধন করেন আইজিপি। তিনি ঢাকা রেঞ্জে স্থাপিত আধুনিক অপারেশনস কন্ট্রোল রুম অ্যান্ড মনিটরিং সেন্টার উদ্বোধন করেন।

 

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক