X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঝুলন্ত তার অপসারণের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৬:৩৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:৪১

ঝুলন্ত তার (ফাইল ছবি) রাজধানীর ঝুলন্ত তার অপসারণের সময় বাড়িয়েছে দুই সিটি করপোরেশন। ঝুলন্ত তার (ওভারহেড ক্যাবল) সরিয়ে নিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএপিএবি) এবং ক্যাবল লাইন (ডিশ সংযোগ) অপারেটর্সদের সংগঠন কোয়াব।
বুধবার (২ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান প্রকৌশলীর সঙ্গে দেশে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি ও ক্যাবল লাইন অপারেটর্সদের সংগঠন কোয়াবের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অন্যদিকে গত ২৬ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে সংগঠন দুটির বৈঠকে ওই এলাকার ঝুলন্ত তার সরিয়ে নিতেও ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

আইএপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে গত ২৬ নভেম্বর বৈঠক হয়। ওই বৈঠকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় পাই। যদিও এর আগেও নভেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নতুন করে বাড়ানো সময়ে প্রধান প্রধান সড়কগুলো থেকে তার সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য কয়েকটি বিষয়ে অনুমতি চেয়ে সিটি করপোরেশনে আবেদন জানানো হয়েছে। আশাবাদী শিগগিরিই অনুমোদন পাওয়া যাবে।’

অন্যদিকে ঢাকা উত্তরের বিভিন্ন সড়ক থেকে ঝুলন্ত তার সরিয়ে নেওয়ার জন্যও ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) আইএসপিএবি ও কোয়াবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম। জানা যায়, ডিএনসিসি এলাকায় সড়ক ধরে ক্যাবল নামানোর কার্যক্রম চলছে।

আইএসপিএবির সহ-সভাপতি আহমেদ জুনায়েদ বলেন, ‘বৈঠক ফলপ্রসূ হয়েছে। উত্তরেও ক্যাবল নামানোর জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাওয়া গেছে। ডিএনসিসি কর্তৃপক্ষ আমাদের ক্যাবল কখনও কাটেনি। তাদের নির্দেশে আমরাই ক্যাবল সরিয়ে নিচ্ছি।’

তিনি জানান, গুলশান-১ নম্বর থেকে ২ নম্বর পর্যন্ত (শুটিং ক্লাব থেকে পাকিস্তান দূতাবাস) সড়কে যে ১০টি জায়গায় ক্রসিং করা হয়েছিল সেই সবও ১৬ ডিসেম্বরের মধ্যে সরিয়ে ফেলা হবে। যদিও টার্গেট ১৪ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা। ১৬ ডিসেম্বরের পরে আর এই সড়কে ঝুলন্ত তার, ক্রসিং থাকবে না।

আহমেদ জুনায়েদ আরও জানান, এছাড়া ৩১ ডিসেম্বরের মধ্যে বনানীর কাকলী থেকে মার্কিন দূতাবাস পর্যন্ত সড়কের দুই পাশের সব ঝুলন্ত তার সরিয়ে ফেলা হবে। একই সময়ের মধ্যেই রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরও ঝুলন্ত তারের জঞ্জাল থেকে মুক্ত করা হবে।

/এইচএএইচ/এনএস
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের