X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সংযোগের ‘বিজয় অলিম্পিয়াড’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২০, ২২:৪৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৩১

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সংযোগের ‘বিজয় অলিম্পিয়াড’ শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা ‘সংযোগ বিজয় অলিম্পিয়াড’। মহান বিজয় দিবস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে ফেসবুক ভিত্তিক অনলাইন সোশ্যাল ওয়ার্কিং প্লাটফর্ম ‘সংযোগ কানেক্টিং পিপল’ ও বুকলিফ (সোশ্যাল অর্গানাইজেশন ফর বুকস)।

প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’। এর ওপর ভিত্তি করে দেশ ও প্রবাস থেকে শিশু-কিশোররা চিত্রাঙ্কণ, গান, কবিতা আবৃত্তি, নাচ, কবিতা ও গল্প লেখা প্রতিযোগিতায় অংশ নেয়। সাত দিনব্যাপী প্রতিযোগিতায় প্রায় ৩০০ শিশু-কিশোর অংশ নেয়। তারা মেধা-মননে বাংলাদেশের প্রতি যে দরদ ও ভালোবাসা অনুভব করে তা খুব সুন্দরভাবে উপস্থাপন করে ও সেগুলো সংযোগের ফেসবুক গ্রুপে অভিভাবকদের মাধ্যমে পোস্ট করে।

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সংযোগের ‘বিজয় অলিম্পিয়াড’ শিশু-কিশোরদের মনে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে মমত্ববোধ জাগানোর জন্যে সংযোগ বীর মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা মকবুল ই এলাহী (মশগুল চৌধুরী), শহীদ বুদ্ধিজীবী সিরাজুল হক খানের পৌত্র ইশতিয়াক খানকে নিয়ে লাইভ অনুষ্ঠানেরও আয়োজন করে। তারা শিশু-কিশোরসহ সবাইকে জানান মুক্তিযুদ্ধের অজানা অনেক কথা। শুধু তাই নয় প্রতিযোগিতা উপলক্ষে সংযোগ ১৫ ডিসেম্বর রাতে ‘বিজয়ে জাগরণের আহবান’ শীর্ষক সংযোগ লাইভ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক গান ও কবিতা আবৃত্তির আয়োজন করে।

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সংযোগের ‘বিজয় অলিম্পিয়াড’ সংযোগের কো-ফাউন্ডার ও অ্যাডমিন প্রকৌশলী মোমিন মনজুর বলেন, আগামী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার করতেই আমাদের এই আয়োজন। আমরা চেয়েছি শিশু-কিশোররা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে হৃদয়ে ধারণ করুক।

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সংযোগের ‘বিজয় অলিম্পিয়াড’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী নির্ধারণে কাজ চলছে জানিয়ে তিনি আরও বলেন, প্রতিযোগীদের জন্য সবচেয়ে বড় উপহার হিসেবে থাকবে বীর মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত সদনপত্র। এছাড়া বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সবার হাতেই সংযোগের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সংযোগের ‘বিজয় অলিম্পিয়াড’ প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে ফেসবুক প্লাটফর্ম সংযোগ। গত ৯ মাসে সংযোগ প্লাটফর্মে যুক্ত হয়েছেন ৩২ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত সংযোগ আট হাজার চিকিৎসা কর্মীকে পিপিই পৌঁছে দিয়েছে। নন এমপিওভুক্ত দুই হাজার স্কুলশিক্ষককে করেছে নগদ সহায়তা। কোভিড, আম্পান আক্রান্ত, পাটকল শ্রমিক, বানিয়াশান্তা, হাওর এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রায় তিন হাজার পরিবারকে একমাসের খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। এছাড়া ঢাকায় ১০০ জনের ওপর করোনা রোগীকে অক্সিজেন সরবরাহ, শতাধিক ব্যক্তির জন্য ব্লাড ও প্লাজমা ডোনারের ব্যবস্থা করে দেওয়া, ১০ জনের ওপর মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা, ২০ জনের চাকরির ব্যবস্থা করা ও ২০ জনের বেশি ব্যক্তিকে চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে সংযোগ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?