X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক সমাপনী পরীক্ষার সাড়ে পাঁচ হাজার খাতা গায়েব!

বগুড়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৪২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৫৩

প্রাথমিক সমাপনী পরীক্ষার সাড়ে পাঁচ হাজার খাতা গায়েব! বগুড়ার শিবগঞ্জে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের হেফাজতে থাকা প্রাথমিক সমাপনী পরীক্ষার সাড়ে পাঁচ হাজার খাতা গুদাম থেকে চুরি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৯ জানুয়ারি গুদাম থেকে সাড়ে পাঁচ হাজার খাতা চুরি হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এই কর্মকর্তা আরও জানান, ঘটনাটি তদন্তে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহাকে আহ্বায়ক, শেরপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম ও দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা অফিসার সারোয়ার হোসেনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। শনিবার প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে যায়। রবিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ৩১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫-এর ফলাফল ঘোষণা করা হয়। শিবগঞ্জ উপজেলার সাড়ে পাঁচ হাজার খাতা ২৮টি বস্তায় ভরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুদামে রাখা হয়। গুদামের তালার চাবি উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু রায়হানের হেফাজতে রাখা হয়।

যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল পাননি; ২০০ টাকা মূল্যায়ন ফি জমা সাপেক্ষে খাতা পুনরায় মূল্যায়নের আবেদনের জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ১২ উপজেলা থেকে এক হাজারের বেশি আবেদন জমা পড়ে।

১৯ জানুয়ারির মধ্যে উপজেলা শিক্ষা অফিস থেকে খাতাগুলো জেলা অফিসে পাঠাতে নির্দেশ দেওয়া হয়। পুনরায় মূল্যায়নের ফল ঢাকায় পাঠানোর শেষ তারিখ ছিল ২১ জানুয়ারি। সব উপজেলা থেকে খাতা এলেও শিবগঞ্জ থেকে খাতা না আসায় কর্তৃপক্ষের টনক নড়ে।

তদন্ত কমিটির প্রধান বিশ্বজিৎ সাহা বলেন, তালা ঠিক আছে। সম্ভবত টিনের চালা কেটে খাতাগুলো চুরি করা হয়েছে।

অপরদিকে স্থানীয় সূত্র জানায়, গুদামের টিনের চালা কাটা ছিলনা।

শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান রবিবারের তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা