X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কৃষ্ণকলির স্বামী ২ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৬, ১৯:০৯আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৯:০৯

আইন আদালত কণ্ঠশিল্পী কৃষ্ণকলির গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পীর মৃত্যুর ঘটনায় স্বামী খালিকুর রহমান অর্ককে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার ৫৪ ধারায় আটকের পর বৃহস্পতিবার তাকে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে সিএমএম আদালতের বিচারক নুরু মিয়া জামিন নামঞ্জুর করে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শেরে বাংলা নগর থানার এসআই সুশীল চন্দ্র বর্মন বাংলা ট্রিবিউনকে জানান, আগারগাঁও তালতলা এলাকার ৪১ নম্বর মোল্লাবাড়ির ৯তলা ভবনের ৯তলার ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতো জান্নাত আক্তার শিল্পী (১৬)। প্রায় দেড়মাস আগে কণ্ঠশিল্পী কৃষ্ণকলির ওই বাসায় সে কাজে যোগ দেয়। বুধবার বিকালে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান কৃষ্ণকলির স্বামী খালিকুর রহমান অর্ক। সেখানে চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে।
অর্ক দাবি করেন, ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিল্পী। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
এসআই সুশীল চন্দ্র বর্মন আরও জানান, গৃহকর্মীর গলায় দাগ ছাড়া শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলেই তাদের ধারণা।
এদিকে হাসপাতাল মর্গে গৃহকর্মী জান্নাত আক্তার শিল্পীর মা হালিমা বেগম ও বড় বোন রেনু বেগম সাংবাদিকদের জানান, শিল্পী আত্মহত্যাই করেছে। তাছাড়া গৃহকর্তা খালিকুর রহমান ও কৃষ্ণকলির বিরুদ্ধে তাদের কোনও অভিযোগও নেই।
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গৃহকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনার পর ঢাকায় গৃহকর্মীর কেউ ছিলো না, সেজন্য গৃহকর্তাকে ৫৪ ধারায় আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওসি আরও বলেন, স্বজনদের কোনও অভিযোগ না থাকলেও আত্মহত্যার আলামত পাওয়া গেলে সেভাবেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/জেইউ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন