X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রবাসীদের সেবা সহজ করতে নানামুখী উদ্যোগ দুবাই কনস্যুলেটের

মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত প্রতিনিধি
০৪ জুন ২০২২, ০০:৪১আপডেট : ০৪ জুন ২০২২, ০০:৪১

প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন। বৃহস্পতিবার (২ জুন) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে নব নির্বাচিত বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র কমিটি সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় প্রবাসীদের সমস্যা-সম্ভাবনার গল্প গণমাধ্যমে তুলে ধরায় ক্লাবের সদস্যদের প্রশংসা করেন কনস্যুলেট জেনারেল।

মতবিনিময়কালে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নেতৃবৃন্দ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবি তুলে ধরেন। নবায়নকৃত পাসপোর্টের হোম ডেলিভারি, বাংলাদেশ মিশনে পাসপোর্ট ছাপার মেশিন স্থাপন, হুন্ডি বন্ধে উদ্যোগ গ্রহণের জন্য কনস্যুলেট জেনারেলের কাছে দাবি জানানো হয়।

এসব দাবির পরিপ্রেক্ষিতে কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন জানান, প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করতে নানামুখী উদ্যোগ নিয়েছে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট। বিশেষ করে পাসপোর্ট সেবা সহজ করাসহ ঘরে ঘরে পাসপোর্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হবে। এটি চলতি মাসেই শুরু হতে পারে। মিশন কেন্দ্রীক প্রবাসীদের পাসপোর্ট ছাপার জন্য মন্ত্রণালয়ে মেশিনের আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, কনস্যুলেটে ছাপার মেশিন এসে গেলে প্রবাসীদের সময় বাঁচবে। অবৈধ পথে লেনদেন বন্ধের জন্যে রেমিট্যান্স মেলার আয়োজন, সাহিত্য-সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রবাসীদের অংশগ্রহণের লক্ষ্যে বইমেলার উদ্যোগ গ্রহণের বিষয়ও তুলে ধরেন কনসাল জেনারেল।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ কাজী ফয়সাল, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইশতিয়াক আহমেদ, সদস্য ওসমান চৌধুরী, শামসুল হক, সাজন আহমদ সাজু, আশরাফুল ইসলাম ভূঁইয়া, খোরশেদুল আলম জাসেদ ও আরিফ সিকদার বাপ্পী।

 

 

/সিএ/এফএ/
সম্পর্কিত
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও দেশের সাফল্য তুলে ধরার আহ্বান
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী