X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সৌদি থেকে হাজেরার লাশ আনবে কে

সাদ্দিফ অভি
১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:২১

গত জুন মাসে ভাগ্য বদলের উদ্দেশ্যে সৌদি আরবে যান নরসিংদীর রায়পুরার হাজেরা বেগম। প্রথমে তাকে কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলা হলেও পরে গৃহকর্মীর কাজে নিযুক্ত করা হয়। সৌদি যাওয়ার এক মাস পরই খবর আসে তিনি মারা গেছেন। তবে রিক্রুটিং এজেন্সির শরণাপন্ন হয়েও কোনও সুরাহা পাচ্ছে না পরিবার।

পরিবারের অভিযোগ, রিক্রুটিং এজেন্সি টালবাহানা শুরু করেছে, কোনও কথাই কর্ণপাত করছে না। এখন দ্রুত হাজেরার মরদেহ দেশে ফেরত এনে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি করেছে হাজেরার পরিবার।

পরিবার জানায়, জুন মাসের শেষের দিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে সৌদি আরবে যান হাজেরা। পরিবারের দাবি, তিনি গালফ ওভারসিজ নামক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তবে বিএমইটির ছাড়পত্রে উল্লেখ করা আছে জাবের ইন্টারন্যাশনালের নাম।

পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তার মৃত্যুর খবর পেয়ে সৌদির নিয়োগকর্তার কাছে কারণ জানতে চাওয়া হয়। সৌদি নিয়োগকর্তা জানান, অতিরিক্ত ওষুধ গ্রহণের ফলে মারা গেছেন হাজেরা। অন্যদিকে সৌদির একজন বাংলাদেশি কর্মী জানান, হাজেরা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার মধ্যে আছে পরিবার। তা ছাড়া বিভিন্ন সময় হাজেরা নির্যাতনের কথাও জানিয়েছিল পরিবারকে। বিষয়টি দালাল ও এজেন্সিকে জানলেও কোনও সমাধান পায়নি পরিবার।

সৌদি থেকে হাজেরার লাশ আনবে কে

হাজেরার মামা হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, দুজনের কাছ থেকে দুই রকম তথ্য পেয়েছি। আসলে কীভাবে কী হলো আমরা জানি না। এজেন্সির বনানীর অফিসে গিয়েছিলাম। তারা বিষয়টা দেখছে বলে জানালেও অনেক দিন হয়ে গেছে। ফোনে জানতে চাইলে কোনও উত্তর দিতে পারে না।

কোন এজেন্সির কাছে গিয়েছিলেন, জানতে চাইলে তিনি গালফ ওভারসিজের বনানী অফিসের কথা জানান।

এ বিষয়ে জানতে গালফ ওভারসিজের স্বত্বাধিকারী মোস্তাক হোসেনকে ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে জাবের ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার এস এম এ মান্নান স্বীকার করেন, ওই এজেন্সি ভিসা নিয়ে এনে তাদের মাধ্যমে ম্যানপাওয়ার করিয়েছে। তবে হাজেরার পরিবারের পক্ষ থেকে তাকে কিছু জানানো হয়নি বলে জানান তিনি।

বিএমইটির এক কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/এমওএফ/এনএআর/
সম্পর্কিত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
দিনে ১২ প্রবাসীর লাশ আসে দেশে
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল