X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাঠ্যসূচি বাতিল না করলে ঢাকা অভিমুখে লংমার্চ: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৬, ০২:৪০আপডেট : ২৮ মে ২০১৬, ০৮:৪০

বক্তব্য রাখছেন চরমোনাই পীর শিক্ষানীতি, শিক্ষাআইন এবং বর্তমান পাঠ্যসূচি বাতিল না করলে সারাদেশ থেকে ঢাকা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলের জাতীয় মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়তে পারেন: সিঙ্গাপুর ফেরত ৫ জনের বিরুদ্ধেও জঙ্গি সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি
সমাবেশে ঘোষিত ৮ দফা কর্মসূচির মধ্যে-বাজেট অধিবেশনে জাতীয় সংসদ অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ, সচেতনতা সৃষ্টির জন্য আগামী ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর অভিযান,২০ জুলাই সারাদেশে ইউনিয়নে ইউনিয়নে মানববন্ধন,২৮ জুলাই সারাদেশে থানায় থানায় মানববন্ধন,৫ আগস্ট জেলায় জেলায় সমাবেশ ও বিক্ষোভ, ১১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৮ বিভাগে বিভাগীয় মহাসমাবেশ, ৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল। এর পরও দাবি না মানলে ঢাকা অভিমুখে লংমার্চ করবে দলটি।
সমাবেশে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন,দেশকে ১৯৪৭ সালের পূর্বাবস্থায় নিয়ে যাওয়ার যড়যন্ত্র চলছে।আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত। স্বাধীন জাতিসত্তা আজ হুমকির মুখে।আমাদের ধর্ম-বিশ্বাস ও আমাদের স্বকীয় সংস্কৃতি ধ্বংস করার জন্য গভীর চক্রান্ত শুরু হয়েছে। জাতীয় শিক্ষনীতি-২০১০ ও শিক্ষা আইন-২০১৬ সেই ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন,অনেক মুসলিম কবি-সাহিত্যিকের ইসলামী ভাবধারায় রচিত প্রবন্ধ, গল্প ও কবিতা পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে পাঠ্য বইতে নতুন করে অন্তর্ভূক্ত করা হয়েছে হিন্দু ধর্ম সম্পর্কীয় বিভিন্ন বিষয়। হিন্দু শিক্ষার্থীরা হিন্দু ধর্মের বিষয় পড়বে,এতে কারও আপত্তি নেই।কিন্তু মুসলমান শিক্ষার্থীদের জন্য হিন্দু ধর্মের বিষয় যেভাবে বাধ্যতামূলক করা হয়েছে,তা কোনও বিবেকবান মানুষ মেনে নিতে পারেন না। বিষয়টি অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানীমূলক। এই উস্কানীমূলক কাজ যারা করেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে শুধু সরকারকেই নয়,গোটা জাতিকে এর মাশুল দিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী,নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আবদুল আউয়াল ও মাওলানা আবদুল হক আজাদ,প্রেসিডিয়াম সদস্য মাওলানা নূরুল হুদা ফয়েজী,মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ,ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী,ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হোসাইন, জাতীয় শিক্ষক ফোরামের সদস্য সচিব এবিএম জাকারিয়া প্রমুখ।

 আরও পড়ুন: ভারতের কাছে স্বাধীনতা বেচে দেওয়া হচ্ছে: রিজভী

/সিএ/এসএনএইচ/এমএসএম / 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী