X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে নতজানু পররাষ্ট্রনীতির কারণে নিশ্চুপ সরকার: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৮

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি'র মানববন্ধন (ছবি-ফোকাস বাংলা)

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে সমগ্র বিশ্ব সোচ্চার হয়ে রুখে দাঁড়িয়েছে। কিন্তু নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার প্রায় নিশ্চুপ ভূমিকা পালন করছে।’

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিতে মানববন্ধনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ‘মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের হত্যা, বর্বর নির্যাতন বন্ধ এবং বাংলাদেশে তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের দাবিতে মানববন্ধন’ কর্মসূচির আয়োজন করে বিএনপি।

এ সময় ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার জনগণের সরকার নয়। জনগণের কাছে  গণবিচ্ছিন্ন এই সরকারের কোনও জবাবদিহিতা নেই। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিকভাবে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে।’ 

মিয়ানমার সরকারের সুনির্দিষ্ট নির্দেশে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে দাবি করে তিনি আরও বলেন,‘আমাদের নেত্রী চিকিৎসার জন্য লন্ডনে আছেন। সেখান থেকে প্রতিদিন রোহিঙ্গাদের খোঁজখবর নিচ্ছেন। তার নির্দেশেই আমরা আজ সারা দেশে মানববন্ধন করছি।’ সরকার বিভিন্ন জায়গায় আয়োজিত বিএনপি’র মানববন্ধন কর্মসূচিতে বাঁধা দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন,‘পৃথিবীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে মিয়ানমারে। এমন পরিস্থিতি বিএনপির শাসনকালেও দু’বার সংঘটিত হয়েছিল। কিন্তু শান্তি চুক্তি ও কূটনৈতিক তৎপরতায় জিয়াউর রহমান ও খালেদা জিয়া বার্মাকে বাধ্য করেছিল লক্ষাধিক রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে। কিন্তু বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে।’ 

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, শাহজাহান ওমর , এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।   

এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু