X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় মালয়েশিয়া: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৯:৫৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২০:০১





খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়া সংসদের একটি প্রতিনিধি দলের বৈঠক মালয়েশিয়া বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশাবাদী দেশটি।’
বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে মালয়েশিয়া সংসদের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে কমনওয়েলথ উইম্যান পার্লামেন্টারিয়ানের চেয়ারপারসন ড. নূরানিনি আহমেদ এমপির নেতৃত্বে তিন জন সদস্য ছিলেন। এর মধ্যে একজন সরকারি দলের ও অন্যজন বিরোধীদলীয় উপনেতা।
বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন,‘‘তারা (মালয়েশিয়া সংসদীয় দল) সবাই চান যে বাংলাদেশে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা বার বার বলেছেন, আমরা অপেক্ষা করে আছি যে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ‘পিসফুল ট্রান্সফার অব পাওয়ার’ শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন সেটা দেখার জন্য তারা অপেক্ষা করে আছেন।’’
ফখরুল জানান, তারা (মালয়েশিয়া) মনে করেন মালয়েশিয়াতে যে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে, সেখানেও তারা অনেক ওডসের মধ্য দিয়ে এসেছেন এবং তারা এমন অবস্থায় এসেছে সেখানে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে। তারা মনে করেন যে বাংলাদেশেও একইভাবে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার যে ট্রানজিশন, সেটা পরিপূর্ণ হবে।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে মালয়েশিয়া প্রতিনিধি দলের বৈঠকটি অত্যন্ত প্রাণবন্ত পরিবেশের মধ্যে হয়েছে।’
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ উপস্থিত ছিলেন।
এর আগে চলতি সপ্তাহে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় খালেদা জিয়ার।
প্রসঙ্গত, কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নেওয়া মালয়েশীয় সংসদীয় প্রতিনিধি দলটি ঢাকায় আসে গত সপ্তাহে।

 

/এসটিএস/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ