X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দিচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ২০:৩৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২০:৪৭

ড. কামাল হোসেন (ফাইল ফটো) গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার পূর্ব শর্ত হচ্ছে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা অক্ষুণ্ন রাখা। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও সরকারি কর্ম কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।কিন্তু সরকার এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দিচ্ছে না। 
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স  ইউনিটি মিলনায়তনে জাতীয় যুব ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসব প্রতিষ্ঠানকে বেআইনি হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে উল্লেখ করে  ড. কামাল হোসেন বলেন, ‘জনগণ চায় পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক। তবে সব অনিয়মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার চাইবে জনগণ যেন এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে। এজন্যই বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে। এসব করে সরকারও নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারবে না।’
ষোড়শ সংশোধনীর রায়ের প্রতি ইঙ্গিত করে ড. কামাল বলেন, ‘এটা নিয়ে অনর্থক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে সাত জন বিচারক ঐক্যবদ্ধভাবে রায় দিয়েছেন।’
তিনি বলেন, ‘দুর্নীতিবাজরা বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে। উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাতের পর দেশের বাইরে পাচার করে চলেছে। ফলে দেশের অর্থনীতি ও বিনিয়োগ ব্যবস্থা ক্রমাগত হুমকির মুখে পড়ছে।কর্মসংস্থানের অভাবে দেশের বেকার সমস্যা বেড়ে চলছে।রাষ্ট্র ক্ষমতার পালা বদল হলেও অবস্থার কোনও ইতিবাচক পরিবর্তন হয় না।অথচ সংবিধানে বর্ণিত নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে দেশের আর্থিক শৃঙ্খলা ফিরে আনা, জনগণের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিত করা এবং যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা মোটেও কঠিন নয়।’

গণফোরাম সভাপতি বলেন,‘নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। তাদের নিরপেক্ষ বিচারকের ভূমিকায় থাকতে হবে।আইনের নিরপেক্ষ প্রয়োগ থাকতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, গণফোরাম নেতা আ ও ম শফিক উল্লাহ।

আরও পড়ুন:  বিএনপিতে মহাসচিবের নির্দেশ উপেক্ষিত!

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?