X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বায়তুল মোকাররমে ট্রাম্পবিরোধী বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৪

রাজধানীতে ট্রাম্পবিরোধী মিছিল

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পবিরোধী বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকটি ইসলামি রাজনৈতিক দল ও সংগঠন। শুক্রবার (১৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তারা। মিছিল থেকে মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।

ট্রাম্পবিরোধী মিছিল

ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিস পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল করেছে।  দলের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে থেকে মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলের শেষে সমাবেশে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়ে অবৈধ ইসরায়েল ও ইহুদিদের দালালে পরিণত হয়েছেন। বিশ্ব মুসলিম নেতারা ও মুসলমানরা ট্রাম্পের এ স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং ট্রাম্পকে এ স্বীকৃতি বাতিল করতে হবে । মুসলমানদের প্রথম কেবলার স্থান জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করতে হবে।  ট্রাম্প এ  ঘোষণা বাতিল না করলে মুসলিম বিশ্ব যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, তাতে জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয় ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে।’ 

ট্রাম্পবিরোধী মিছিল

দলটির ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা এনামুল হক মুসার সভাপতিত্বে  সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় অফিস ও বায়তুল মাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ প্রমুখ।

ট্রাম্পবিরোধী বিক্ষোভ

মাওলানা আবু তাহের জিহাদীর নেতৃত্বে মিছিল করে ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি। বায়তুল মোকররমের উত্তর গেট থেকে পল্টন মোড় ঘুরে ফের বায়তুল মোকাররমে এসে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে ট্রাম্পবিরোধী স্লোগান দেয় সংগঠনটির নেতা কর্মীরা। ইসলামি কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী বলেন,  ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে ট্রাম্প প্রশাসন। জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী। এটি সবসময় ফিলিস্তিনেরই রাজধানী থাকবে।  শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব শান্তির জন্য এটি এখন সময়ের দাবি।’

ছবি: সাজ্জাদ হোসেইন

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!