X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আ. লীগে সহ-সম্পাদক নিয়ে ক্ষোভ, জটিলতা দূর করতে নির্দেশ শেখ হাসিনার

পাভেল হায়দার চৌধুরী
২২ জানুয়ারি ২০১৮, ১৮:১৩আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ০২:৫৮

শেখ হাসিনা (ফাইল ফটো) বঞ্চিতদের পাশাপাশি সহ-সম্পাদক নিয়োগের প্রক্রিয়ায় ক্ষুব্ধ আওয়ামী লীগের বেশিরভাগ কেন্দ্রীয় নেতাও। সহ-সম্পাদক পদে যাদের নাম এসেছে, তারা গুটিকয়েক প্রভাবশালী নেতার পকেটের লোক বলে দাবি করছেন একাধিক কেন্দ্রীয় নেতা। শুধু তাই নয়, সঠিক যাচাই-বাছাইয়ের অভাবে সহ-সম্পাদক পদে নাম এসেছে বিএনপি-জামায়াত থেকে আসা নেতাদেরও। সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
সহ-সম্পাদক ঘোষণার পরে বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হয়েছেন দলের বিক্ষুব্ধ কেন্দ্রীয় নেতারাও। এর ফলে সহ-সম্পাদক হতে পারেননি এমন নেতাদের বিক্ষোভ আরও বেশি ফুঁসে উঠেছে। গত দু’দিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বঞ্চিত নেতারা বিক্ষোভ করেছেন। তারা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘিরে তার গতিরোধ করে দাঁড়ান।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা বাংলা ট্রিবিউনের কাছে স্বীকার করেছেন যে, তারাও বঞ্চিতদের সমর্থন জুগিয়েছেন। তারা জানিয়েছেন, সহ-সম্পাদক পদে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে তিন/চার জন কেন্দ্রীয় নেতার বাইরে আর কাউকে রাখা হয়নি। তারা বলেন, ‘আমাদের কাগজে-কলমে  রাখা হয়েছে। সহ-সম্পাদক গঠন প্রক্রিয়ায় স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদকদের কাজ করার স্বাধীনতা থাকলে, আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না।’

সূত্র জানায়, বিভাগগুলোকে এতই অবহেলা করা হয়েছে যে, স্ব স্ব বিভাগের সম্পাদকদের অংশগ্রহণ তো ছিলই না, বরং কারও নাম প্রস্তাব করা হলে দলের দু’জন প্রভাবশালী নেতা  সঙ্গে সঙ্গে নানা কথা বলে তা বাদ দেন।

সূত্রগুলো আরও  জানায়, দলের দু’জন প্রভাবশালী নেতা সহ-সম্পাদকদের নামের তালিকা বন্ধ খামে করে বিভাগীয় প্রধানদের হাতে ধরিয়ে দিতে চেয়েছিলেন। শুধু তাই নয়,  সহ- সম্পাদকদের স্বাক্ষরও নিতে চেয়েছিলেন। বেশিরভাগ সহ-সম্পাদক তা প্রত্যাখান করেন। শেষ পর্যন্ত সহ-সম্পাদক নিয়ে যে অনিয়ম ও বিশৃঙ্খলা হলো এর দায়ভার ওই প্রভাবশালী দুই নেতা এড়াতে পারেন না।  সূত্রমতে, প্রভাবশালী ওই দু’নেতার ক্ষমতার অপব্যবহার সম্পর্কে ইতোমধ্যে দলীয় প্রধান শেখ হাসিনাও জানতে পেরেছেন। তিনি ওই দু’নেতাকে গণভবনে ডেকে নিয়ে প্রায় দু’ঘণ্টা ধরে বকেছেন। অনতিবিলম্বে সহ-সম্পাদক জটিলতার নিরসন চেয়েছেন প্রধানমন্ত্রী ।

গণভবন সূত্র এ বিষয়ে আরও  জানিয়েছে, সংশ্লিষ্ট সম্পাদকদের এই প্রক্রিয়ায় যুক্ত করে দ্রুততার সঙ্গে যোগ্য নেতাদের সহ-সম্পাদক পদে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে দলীয় প্রধানকে অবহিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

সহ-সম্পাদক জটিলতা নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু ভুলত্রুটি ও জটিলতা দেখা দিয়েছিল। শিগগিরই তা দূর হয়ে যাবে।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে