X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এই সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরতান্ত্রিক সরকার: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ২০:৪৫আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২০:৪৮

 

বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ একদলীয় নির্বাচন দেশে আর হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘একদলীয় নির্বাচন যদি হতে দেই, তাহলে আমাদের দেশের অস্তিত্ব থাকবে না। বর্তমান সরকার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বৈরতান্ত্রিক সরকার।’  শনিবার (২৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘খালেদা জিয়া মুক্তি পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘এতদিন ধরে আমরা বলে এসেছি, এটা স্বৈরতান্ত্রিক সরকার। এতদিন বলে এসেছি,  এই সরকার একটি ফ্যাসিবাদী সরকার। এতদিন বলে এসেছি, এদেশে গণতন্ত্র নাই।’ তিনি আরও বলেন, ‘এই সরকার পৃথিবীর পাঁচটি প্রধান স্বৈর সরকারের মধ্যে বাংলাদেশ একটি। এটি আমার কথা না। এটি জার্মানির একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে এসেছে।’

আওয়ামী লীগ প্রতিদিন মিথ্যাচার করে অভিযোগ করে মওদুদ বলেন, ‘আওয়ামী লীগই মূল দল বাংলাদেশে যারা সন্ত্রাসের মাধ্যমে, ভাঙচুরের মাধ্যমে কীভাবে আন্দোলন করতে হয়, তা এদেশের মানুষকে দেখিয়েছে। এখন তারা এমন একটা ভাব দেখায়, যেন ধোয়া তুলসিপাতা। আর আমরা হলাম সব নষ্টের মূল!’

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করার চেষ্টা করছে দাবি করে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘যতটুকু সম্ভব হয় শান্তিপূর্ণভাবে করছি। অনেক প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের নেত্রী কারাবন্দি, আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়ে আছেন। আমাদের দলের কর্মীদের নামে ৭৮ হাজার মামলা আছে। এসব মামলায় আসামি প্রায় ১১ লাখ। তারপরও আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের অনেকেই জিজ্ঞাসা করেন, শান্তিপূর্ণ আন্দোলনে কি দাবি আদায় সম্ভব? এ প্রশ্নের উত্তর দিতে পারি না। এজন্য পারি না, কারণ,  শান্তিপূর্ণভাবে  আন্দোলনের একটা সীমা আছে। আমরা সেই সীমা পর্যন্ত অবশ্যই যাবো। আমরা চেষ্টা করবো, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে। কিন্তু শান্তিপূর্ণভাবে যদি না হয়, তাহলে রাজপথ ছাড়া আর কোনও পথ বাংলাদেশের মানুষের কাছে থাকবেনা। দেশের মানুষ আমরা না চাইলেও দেশের মানুষ আর বসে থাকবে না।’

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র