X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইফতার সামনে রেখে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ২০:৪২আপডেট : ২১ মে ২০১৮, ২০:৫৩

ওবায়দুল কাদের (ফাইল ছবি) বিএনপির নেতারা ইফতার সামনে নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছু নয়।’

সোমবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক ইফতার পার্টি থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য রাখেন না, এমনকি আমিও রাখি না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ইফতার নিয়েও রাজনীতি করেন। ইফতারের সময় তারা রাজনৈতিক বিদ্বেষ ছড়ান। প্রতিপক্ষকে গালিগালাজ করেন। তারা দেশের মানুষের কাছে তো নালিশ করেনই, ইফতার সামনে রেখে বিদেশিদের কাছেও নালিশ করেন।

ইফতার সামনে রেখে রাজনৈতিক বক্তব্য দেওয়া বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে তারা এত নিচে নেমে গেছে, ইফতার পার্টিতে এসে রাজনীতি করছে এবং বিদেশিদের কাছে অশ্রাব্য ভাষায় নালিশ করছে। যেটা রাজনৈতিক ভাষা নয়, সেটাও বলছে। আমরা সেটা করি না, করবো না।’

রবিবার তৃতীয় রোজায় ঢাকার ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘আজ  বেগম জিয়া পরিত্যক্ত জেলখানার চার দেয়ালে মধ্যে কঠিন সময় অতিক্রান্ত করছেন। তাকে একটি মিথ্যা মামলায় বিনা দোষে কারাবন্দি করা হয়েছে, তিনি সুবিচার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।’

ওই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি ওখানে যে কথা বলেছেন, আমরাও জেলখানায় ছিলাম। বেগম জিয়া যেই জায়গাটায় আছেন, সেটা আমরা দেখেছি। সেখানে যেভাবে রুমটাকে সাজানো হয়েছে, একদম ফার্স্ট ক্লাস জায়গায় আছেন, যেখানে আমরাও ছিলাম না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এখন তারা বিরোধী দলে আছেন, বিএনপির নেতারা এ নিয়ে বলবেনই। জেল কোড অনুযায়ী বেগম জিয়া যা যা প্রাপ্য সবকিছু করা হচ্ছে এবং যদি আরও কিছু করার দরকার হয়, সেটাও করা হবে। চিকিৎসার জন্য আরও কিছু করার দরকার হলে সরকার করবে, তার থাকা খাওয়ার সব ব্যবস্থা সরকার করেছে।’

তিনি বলেন, ‘কারাগারে ব্যক্তিগত গৃহপরিচারিকা রাখার কোনও সুযোগ নেই। সেটাও এলাউ করা হয়েছে। তার জন্য ব্যক্তিগত চিকিৎসক রাখার কোনও নিয়ম নেই, এই নিয়মও বেগম জিয়ার জন্য ভাঙা হয়েছে। কারণ, তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে আমরা অপমান করতে চাই না। জেলে দিয়েছে আদালত, মুক্তি দিতে পারে আদালত। কিন্তু তারও (খালেদা জিয়া) বয়স হয়েছে, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া, তার সঙ্গে মানবিক আচরণ করার ক্ষেত্রে সরকারের কোনও গাফিলতি নেই।’

দলীয় সরকারের অধীনে নির্বাচন করা বিএনপির জন্য আত্মঘাতী হবে, তাই বিএনপি এই সরকারে অধীনে নির্বাচনে যাবে না–এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খুব ভালো কথা, তারা গতবার নির্বাচনে যায়নি, নির্বাচনের বৈধতার কোনও সংকট হয়নি। এবারও হবে না।’

তিনি আরও বলেন, ‘আর আত্মঘাতীর বিষয়টা তাদের মূল্যায়নের ব্যাপার। তবে তাদের জন্য নির্বাচন আটকে থাকবে না। নির্বাচন নির্বাচনের পথে চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে, সংবিধান অব্যাহত থাকবে।’

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
রাঙামাটিতে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ ঢাকায় 
ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ ঢাকায় 
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল