X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে অগণতান্ত্রিক শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে বিএনপি: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৮, ১৩:২৪আপডেট : ২৬ জুন ২০১৮, ১৬:১১

জাহাঙ্গীর কবির নানক বিএনপি নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে অগণতান্ত্রিক শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সরকারি দলের এই নেতা প্রশ্ন তুলে বলেন, ‘কেন সাত সকালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার মতলব কী বিএনপি'র? তারা নির্বাচন কমিশন ও নির্বাচনি ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে অগণতান্ত্রিক শক্তিকে উসকে দিতে চায়।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আপডেট জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার (২৬ জুন) সকালে আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, ‘নির্বাচন ব্যবস্থার সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেনি। তখন তো আওয়ামী লীগ হস্তক্ষেপ করেনি। আওয়ামী লীগ কখনও নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করে না।’
পোলিং এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, ‘অনেক কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই, একথা সত্যি। আমরা তৃণমূলে কথা বলে এর দুটি কারণ খুঁজে পেয়েছি। এক. তাদের পার্টির  সাংগঠনিক দুর্বলতা। দুই. দলের অভ্যন্তরীণ কোন্দল। গাজীপুরে বিএনপির সাবেক মেয়র আব্দুল মান্নান বিএনপি প্রার্থীর প্রচারণার জন্য একদিনও মাঠে নামেননি। সেখানে তাদের সাংগঠনিক কোন্দল রয়েছে এবং সে কারণেই তারা অনেক কেন্দ্রে এজেন্টও দিতে পারেনি। অথচ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে চাচ্ছে তারা। বিএনপি চিরায়তভাবে স্বভাববশত মিথ্যা কথা বলছে, মিথ্যা অভিযোগ করছে।’
এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

 

/ইএইচএস/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ