X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘ভোট কারচুপির সুস্পষ্ট আভাস দিলেন ওবায়দুল কাদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৩:৪৯আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৩:৫৭

তিন সিটির নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুষ্ঠু ভোট কারচুপির সুস্পষ্ট আভাস দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের রবিবার বলেছেন- খুলনা ও গাজীপুরের মতো তিন সিটিতেও সুষ্ঠু নির্বাচন হবে।  এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সুষ্ঠু ভোট কারচুপির সুষ্পষ্ট আভাস দিলেন। তিন সিটিতে নৌকা মার্কার পক্ষে নির্বাচনি অনাচার আর ক্ষমতাসীনদের অবৈধ দাপট চলছে।’

সোমবার (১৬ জুলাই) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেনে।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও  মুক্তির দাবিতে ২০ জুলাই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অথবা প্রেসক্লাবে ৩টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী।

রিজভী বলেন, ‘তিন সিটিতে গ্রেফতার ও গ্রেফতারের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রকাশ্য-অপ্রকাশ্য প্রচণ্ড মহড়া চলছে। রাজশাহী সিটিতে আওয়ামী নেতাদের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। নগরীর বিভিন্ন এলাকায় ধানের শীষের অফিস ভাঙচুর করেছে। এমনকি জেলা প্রশাসক নৌকা মার্কার অনুকূলে চরম পক্ষপাতমূলক আচরণ করছেন।’

মন্ত্রীর পদমর্যাদায় থাকা আবুল হাসনাত আবদুল্লাহ তার ছেলেকে বিজয়ী করার জন্য বরিশালে নির্বাচনি এলাকায় অবস্থান করছেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা। রিজভী বলেন,  ‘তিনি কোনও নির্বাচনি আচরণবিধিই মানছেন না।  মোট কথা তিন সিটিতেই সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বিদ্যমান নেই, নিরাপদে ভোট দিতে পারবে কিনা ভোটারদের মধ্যে এখনও সেই শঙ্কা। নির্বাচন কমিশনের কাছে ধানের শীষের প্রার্থীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও সেগুলো আমলে  নিচ্ছে না।’

‘বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের নামে কিছু হচ্ছে কিনা জানতে হবে’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন,  ‘নিজ দলের অনাচার ও অপকর্ম তার না জানার বা চোখে না পড়ারই কথা।  কারণ ছাত্রলীগকে রক্তের নেশা পাইয়ে দিতে উৎসাহিত করেছে আওয়ামী নেতারাই।  আপনারা যদি জনসমর্থিত সরকার হতেন তাহলে বুঝতেন যে দেশের সর্বত্র ছাত্রলীগের বিরুদ্ধে জনগণের কী পরিমাণ ধিক্কার উঠেছে। নির্যাতিত ছাত্রীদের  মর্মস্পর্শী বর্ণনা আক্রমণকারীদের সম্পর্কে জনগণের ঘৃণার প্রকাশ তীব্র মাত্রা লাভ করেছে।’

রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও  দাবি  করেন।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ শুধু উদাসীনই নয়, সরকারের নির্দেশে কোনও ভয়ঙ্কর মাস্টারপ্ল্যানের দিকে এগুচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন বেগম জিয়ার অসুস্থতা নাকি বাহানা। ৭৩ বছর বয়স্ক অসুস্থ নারীর প্রতি নারী প্রধানমন্ত্রীর এ ধরনের ব্যাঙ্গোক্তি নারী জাতির জন্য কলঙ্ক। তার অসুস্থতা এতটাই গুরুতর যে, তিনি নীচতলায় অপেক্ষমাণ স্বজনদের কথা জানতে পেরেও দোতলার নিজ কক্ষ থেকে নেমে আসতে পারেননি।’

 

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?