X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এই মাটি স্বৈরাচারের জন্য নয়: ড. কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ০৪:০৩আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৪:০৭

ড. কামাল হোসেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন,  যে কেউই হোক না কেন, এই মাটি স্বৈরাচারের জন্য নয়। মঙ্গলবার (১৪ আগষ্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই মাটির মালিক জনগণ, এটা বঙ্গবন্ধুর কথা।
সংবিধানের সপ্তম অনুচ্ছেদে জনগণকে প্রজাতন্ত্রের  সকল ক্ষমতার মালিক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের মালিক করে দিয়ে গেছেন, কেউ বঞ্চিত করতে পারবেনা, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। যদি সংঘবদ্ধ হন, কোনও শক্তি নাই পৃথিবীতে, যেটা আপনাকে বঞ্চিত করতে পারবে।আমি শতভাগ আশাবাদী, এই দেশকে কেউ দাস করে রাখতে পারবে না।’

হাসি মুখে মানুষের মন জয় করে বঙ্গবন্ধু সুস্থ রাজনীতি দেখিয়ে দিয়ে গেছেন বলে জানিয়ে তার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগি ড. কামাল হোসেন বলেন, ৭৫ এর পরে ইতিহাস ঘেঁটে দেখেন। উনাকে তারা হত্যা করে ভেবেছিল বাংলাদেশ শেষ, উনি তার আদর্শকে প্রত্যেক গ্রামেগঞ্জে পৌঁছে দিয়েছিলেন। প্রত্যেক গ্রামে এখনও মাটির মধ্যে, মানুষের মধ্যে বঙ্গবন্ধু আছেন।

নব্বই দশকে সামরিক এরশাদ সরকারের পতনে নিজের ভবিষ্যদ্ববাণী কাজে লেগেছিল বলে দাবি করেন ড. কামাল হোসেন। তিনি বলেন,  ‘নব্বইয়ে আন্দোলনের মধ্যে এরশাদের পতনের ৩ মাস আগে এক ব্রিটিশ মন্ত্রী এরশাদের সঙ্গে বৈঠক করে এসে বলেছিলেন তোমাদের প্রেসিডেন্ট তো খুব কনফিডেন্ট, সে তো আরও ১৫ বছর ক্ষমতায় থাকবে। তখন বলেছিলাম আমি তো ১৫ সপ্তাহও দেখিনা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার পতন হয়।’

ড. কামাল বলেন, জানুয়ারিতে লন্ডনে গেলে, ওখানে পররাষ্ট্র দফতরে গিয়ে মন্ত্রীর সামনে যেতেই তিনি আমাকে দেখে দাঁড়িয়ে বলেন – ‘তুমি কিভাবে এরকম ভবিষ্যদ্ববাণী করলে?’ আমি তাকে বললাম দেখো আমাদের একটি মানবিক বৈশিষ্ট্য আছে। অন্যায়ের সামনে আমরা মাথা নত করি না। এটা বঙ্গবন্ধু আমাদেরকে বলেছেন।

 

/এসও/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস