X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আমাদের চিঠির জবাব দিয়েছে কমনওয়েলথ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ২১:৪৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ২১:৪৮

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমনওয়েলথকে লেখা বিএনপির চিঠির জবাব পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা কমনওয়েলথকে  একটি চিঠি দিয়েছিলাম। কমনয়েলথের  মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড আমাদের সেই চিঠির উত্তর দিয়েছেন।’ বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, আগস্টে বাংলাদেশ সফরে এলে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। ওই সফরে প্রতিনিধি দলটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে। এর আগে গত ১৬ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ সম্মেলনে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংস্থার সদস্যদেশগুলোকে চিঠি দেয় বিএনপি। দলের একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্রের পরিবেশ, খালেদা জিয়ার বিচার প্রক্রিয়া ও আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার যৌক্তিকতা তুলে ধরা হয়।’

কূটনৈতিক উইংসূত্র বলছে, গত এপ্রিল ও আগস্টে সংস্থার মহাসচিবকে ব্রিফ করার পর এর জবাব হিসেবেই মহাসচিবকে চিঠি দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব।

আন্তর্জাতিক উইংয়ের একজন সদস্য জানান, কমনওয়েলথ মহাসচিবের চিঠিতে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে উৎসাহ দেওয়া হয়।

মির্জা ফখরুল সংবাদমাধ্যমে কথা বলার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আলোচনা করেন। নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই তারা আজকের বৈঠক করেন। এই বৈঠকে চলমান জাতীয় ঐক্য প্রক্রিয়া কার্যকর, ৪ অক্টোবর সারাদেশের মহানগরীতে সমাবেশ, আগামীতে কী কর্মসূচি দেওয়া যায়, এসব বিষয়ে সিদ্ধান্তহীন আলোচনা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা চলমান ইস্যুতে কথা বলেছেন।’

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?