X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৭:২৮আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৭:৩২



জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা (ফাইল ছবি) জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসেছেন। রবিবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় গণফোরামের মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক চলছে। বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

এই বিষয়ে দুপুরে জেএসডির কেন্দ্রীয় নেতা শহিদুদ্দিন মাহমুদ স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকের বৈঠকের পরে আনুষ্ঠানিকভাবে সমন্বয় কমিটি ও স্টিয়ারিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে।’

এরআগে, গত ১৯ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে শেষে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন সাংবাদিকদের বলেন, ‘একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।’

এদিকে ১৯ অক্টোবর বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা গেছে, ওই দিন জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে একটি সমন্বয় কমিটি ও স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। এরমধ্যে সমন্বয় কমিটিতে বিএনপির পক্ষ থেকে রয়েছেন, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, মনিরুল হক চৌধুরী ও হাবীবুর রহমান হাবিব। নাগরিক ঐক্যের পক্ষ থেকে রাখা হয়েছে, শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম ও ডা. জাহেদ উর রহমানকে। জেএসডির পক্ষ থেকে রয়েছেন, মিসেস তানিয়া রব, আব্দুল মালেক রতন ও শহিদুদ্দিন মাহমুদ স্বপন। জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে রয়েছেন, আ ও ম শফিকুল্লাহ, জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক আহমেদ।
স্টিয়ারিং কমিটিতে বিএনপির পক্ষে রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। নাগরিক ঐক্যের পক্ষ থেকে রাখা হয়েছেন, মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান। জেএসডির পক্ষ থেকে রয়েছেন, আ স ম আবদুর রব, মিসেস তানিয়া রব, আব্দুল মালেক রতন ও শহিদুদ্দিন মাহমুদ স্বপন। জাতীয় ঐক্যপ্রক্রিয়ার পক্ষ থেকে রয়েছেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও সুলতান মনসুর। তবে এ কমিটিতে জোটের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন লিখিতভাবে না থাকলেও তিনি তার সুযোগ-সুবিধা অনুযায়ী স্টিয়ারিং কমিটির বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। সেদিন ফ্রন্টের নেতারা ৭ দফা ও ১১ লক্ষ্য উপস্থাপন করেন।

 

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা