X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে মহিউদ্দীন খান আলমগীর, ডা. দীপু মনি ও অন্য প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠে

চাঁদপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৪:৪০

নৌকা প্রতীক হাতে পেয়েই মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন ডা. দীপু মনি চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করেন রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমান খান।

সকালে নৌকা প্রতীক নিয়েছেন চাঁদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর, বিএনপির ধানের শীষ নিয়েছেন মোশারফ হোসেন, চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীক নিয়েছেন নুরুল আমিন রুহুলের সমর্থকরা, ধানের শীষ প্রতীক গ্রহণ করেছেন বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীক নিয়েছেন ডা. দীপু মনি, বিএনপির শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েছেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, বিএনপি প্রার্থী আবদুল হান্নানসহ অন্যান্য আসনের প্রার্থীরা। অনেকে সরাসরি না এসে তাদের নেতাকর্মীদের দিয়ে রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন।

এদিকে প্রতীক হাতে পেয়েই মিছিল নিয়ে মাঠে নেমে গেছেন প্রার্থীরা। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে নৌকা প্রতীক হাতে পেয়েই বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন ডা. দীপু মনি। প্রতীক গ্রহণ করার পর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রতীকের ওপর বাঙালির যে অগাধ আস্থা ও বিশ্বাস, তার মর্যাদা রক্ষা করে আমরা এতদিন কাজ করেছি। আগামী দিনেও এই প্রতীকের মর্যাদা রক্ষা করেই কাজ করবো।’

চাঁদপুরের পাঁচটি আসনে মাঠে রয়েছেন ৩৫ জন প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৫৪ জন প্রার্থীর মধ্যে ১০ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং দলের চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় ৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
ঢাকা উইমেনস ম্যারাথন অনুষ্ঠিত হবে ২৪ মে
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র