X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কাদেরের চিকিৎসার জন্য ঢাকায় দেবি শেঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৯, ১৩:২৭আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৫:০৫

কাদের-শেঠি (ছবি সংগৃহীত)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছেছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবি প্রসাদ শেঠি। সোমবার (৪ মার্চ) দুপুরের দিকে তিনি ঢাকায় পৌঁছান। পরে বিমানবন্দর থেকে তিনি হোটেল সোনারগাঁওয়ে আসেন। সেখান থেকে সরাসরি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগীর কাছে যাবেন বলে বিএসএমএমইউ সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, সকালে তার আসার কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হক।
তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। তবে শঙ্কা এখনও কাটেনি। তার চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসছেন সেখানকার প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক ডা. দেবি শেঠি।’
এদিকে, রবিবার (৩ মার্চ) রাতে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল এখনও বাংলাদেশে অবস্থান করছে।
গত রাতে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, ‘দুপুরের পর থেকে তার অবস্থার উন্নতি হয়েছে। উনি চোখ খুলে তাকান, রেসপন্স করার চেষ্টা করেন। উনি পানি খাবেন কিনা জিজ্ঞেস করলে মাথা নেড়ে উত্তর দিয়েছেন। উনার প্রস্রাব হচ্ছে। দুপুরে যেটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন উনার ১০০ সিসি করে প্রস্রাব হচ্ছে। তার রক্তচাপও স্থিতিশীল আছে।’

শনিবার (২ মার্চ) দিবাগত রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের। পরে তাকে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসানের অধীনে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে তিনি বিএসএমএমইউ’র সিসিইউ ৩-এ ভর্তি আছেন।

তার চিকিৎসার জন্য ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আজ দুপুর একটায় সংবাদ সম্মেলন করে তার শারীরিক অবস্থার কথা জানাবে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

/টিওয়াই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা