X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মেননের সংসদ সদস্য পদ বাতিলের দাবি হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৯, ১৮:৪২আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৩:১২

বায়তুল মোকাররমে হেফাজত ইসলামের সমাবেশ সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। মেননকে ছেড়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

শুক্রবার (৮ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংসদে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ নিয়েছেন— এমন দাবি তুলে তার প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত।

হেফাজত মহাসচিব আরও  বলেন, ‘যদি রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিল না করা হয়, তবে আলেমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।  আহমদিয়া মুসলিম জামাতকে কাফের বলতে হবে। রাশেদ খান মেনন আহমদিয়াদের কাফের মনে করেন নাই। তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। অবিলম্বে আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা এ দেশে থাকুক সংখ্যালঘু হিসেবে, কাফের হিসেবে, আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আহমদিয়ারা কাফের হয়ে মুসলমানের পরিচয় দিচ্ছে, ইসলামিক পরিভাষা ব্যবহার করছে। তারা ইসলামিক পরিভাষা ব্যবহার করতে পারে না। তাদের মসজিদকে, মসজিদ বলা যাবে না, মন্দির বলতে হবে।’

তিনি বলেন, ‘রাশেদ খান মেনন মারা গেলে তার জানাজা পড়া যাবে না। মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না।’

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলে, কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষ বলে, তাদের জিহবা এদেশের জনগণ কেটে ফেলবে। রাশেদ খান মেননের মতো আরও  যত নাস্তিকেরা আহমদিয়াদের পক্ষ অবলম্বন করেছে, শাহরিয়ার কবিরসহ, কাউকে ছাড়া হবে না। বাংলাদেশে সংখ্যালঘু হিসেবে হিন্দুরা থাকতে পারবে, বৌদ্ধরা থাকতে পারবে। কিন্তু নাস্তিক মুরতাদদে এদেশে থাকতে দেবো না। আহমদিয়াদের যতবার কাফের বলবেন, তত সওয়াব হবে।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল রব ইউসুফী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আবুল হাসানাত আমিনী,মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম,  মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত খবর:

সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে মোল্লাতন্ত্র: মেনন

/সিএ/এপিইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু