X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করবে ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৯, ১৯:৫৬আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:২৭

জাতীয় ঐক্যফ্রন্টের দুদিনের কর্মসূচি ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না

গ্যাসের দাম বৃদ্ধি ও ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনার প্রতিবাদে এবং  নতুন নির্বাচনসহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া, স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করার ঘোষণা দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন এই রাজনৈতিক জোট।

শুক্রবার (২২ মার্চ) বিকালে পল্টনের জামান টাওয়ারে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘মহান স্বাধীনতার দিবস উপলক্ষে ২৬ মার্চ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ঐক্যফ্রন্টের নেতারা।’

তিনি জানান, গ্যাসের দাম বৃদ্ধি ও ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনার প্রতিবাদসহ বেশ কিছু দাবিতে আগামী ৩০ মার্চ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ৩১ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে।’

মান্না বলেন, ‘আগামী এপ্রিল মাসে সারা দেশে বিভিন্ন জেলায় নির্বাচনের দাবিতে এবং অনিয়ম নিয়ে কর্মী সমাবেশ ও গণশুনানি করার পরিকল্পনা রয়েছে ঐক্যফ্রন্টের।’

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে দেশের মানুষ ভোটের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছে। তারা উপজেলা নির্বাচনে ভোট দিতে যায়নি। ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতা ও নির্বাচন কমিশনও তা স্বীকার করে নিয়েছেন।’

সংবাদ সম্মেলন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আসম আব্দুর রব বলেন, ‘দেশের ছাত্র ও যুবসমাজ হতবাক হয়েছে। তারা ২৯-৩০ ডিসেম্বর নির্বাচনের পর তাকিয়ে দেখছে— দেশে এখন একদলীয় শাসন নয়, একব্যক্তির শাসন চলছে।’

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে আমাদের গণশুনানির রিপোর্ট এক সপ্তাহের মধ্যে বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করা হবে। এরপর তা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।’

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড. মঈন খান, গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসিন মন্টু, কৃষক লীগের হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকী প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ