X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আ. লীগের সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি গণফোরাম: রেজা কিবরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:১২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৯

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য সাজে প্রস্তুত মঞ্চ আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে আমন্ত্রণ পেলেও সেখানে অংশগ্রহণ করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি গণফোরাম। দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলের সভাপতি ড. কামাল হোসেন ও আমি নিজেও দেশের বাইরে আছি। এ অবস্থায় আমাদের অনুপস্থিতিতে আওয়ামী লীগের সম্মেলনে অংশগ্রহণ করার কোনও সিদ্ধান্ত হয়নি। আর কাউন্সিলে অংশগ্রহণ করার বিষয়ে আমাদের কোনও সম্মতি নেই।’

এরআগে, বৃহস্পতিবার সকালে ক্ষমতাসীন দলের একটি প্রতিনিধি দল বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। সকাল সাড়ে ১১টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির চার নেতাকে আমন্ত্রণের চিঠি নিয়ে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের অফিসেও আমন্ত্রণ পৌঁছে দেয় প্রতিনিধি দল। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার সন্ধ্যায় দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলের সভাপতি দেশের বাইরে আছেন। তিনি আজ ফিরতে পারেন। তিনি এলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া জানান, তিনি কয়েকদিন পরে বিদেশ থেকে ফিরবেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের কাউন্সিলে অংশগ্রহণ করার কোনও সিদ্ধান্ত হয়নি। কেউ যদি কোনোভাবে জানিয়ে থাকে কাউন্সিলে গণফোরাম যেতে পারে, তাহলে তিনি নিশ্চিতভাবেই অন্য কারও এজেন্ডা বাস্তবায়ন করছেন।’

আওয়ামী লীগের পক্ষ দলের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ ভুঁইয়াসহ তিন জনের একটি প্রতিনিধি দল ১৪ দলীয় জোট, ১৯ দলীয় জোট, জাতীয় পার্টি, গণফোরাম, বিকল্প ধারাসহ বিভিন্ন ডান ও বামপন্থী দলকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। জিয়াউদ্দিন আহমেদ ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজকে জামায়াত ও কাদের সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ) ছাড়া সব দলকেই আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপির গুলশান কার্যালয়ে দলটির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসুর কাছে আমন্ত্রণপত্র দিয়ে এসেছি।’

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিতে বিএনপির যে নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের কারোরই সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা নেই। তবে সম্মেলনে কোনও প্রতিনিধি পাঠানো হবে কিনা, এ নিয়েও দলটির কোনও সিদ্ধান্ত জানা যায়নি।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমন্ত্রণপত্র এসেছে। সম্মেলনে কেউ যাবে কিনা এ নিয়ে আমরা এখনও (বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা) সিদ্ধান্ত নিইনি।’

আওয়ামী লীগের সম্মেলনের আমন্ত্রণপত্র পেয়েছেন জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যাবো। আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের যাবেন। তবে রওশন এরশাদ যাবেন কিনা আমি এখনও জানতে পারিনি।’
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম সম্মেলন শুরু হবে। শনিবার অনুষ্ঠিত হবে সম্মেলনের দ্বিতীয় পর্ব।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ