X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘করোনা ভাইরাস বিশ্বে আতঙ্ক তৈরি করলেও বাংলাদেশে সিন্ডিকেট সৃষ্টি করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ২২:১৫আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১৫

‘করোনা ভাইরাস বিশ্বে আতঙ্ক তৈরি করলেও বাংলাদেশে সিন্ডিকেট সৃষ্টি করেছে’

করোনা ভাইরাস বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করলেও বাংলাদেশে সিন্ডিকেট সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘আমি বুঝি না বাংলাদেশ সবক্ষেত্রেই সিন্ডিকেট পরিচালনা করে কে? পেঁয়াজের দাম বাড়লে বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটের কারসাজি, পেট্রোলের দাম বাড়লে হয়তো জ্বালানিমন্ত্রী বলেন সিন্ডিকেট। যখন দেশের কৃষক ধানের দাম পায় না, তখন কৃষিমন্ত্রী বলেন এটা সিন্ডিকেট। আমার জিজ্ঞাসা মুজিব শতবর্ষে দাঁড়িয়ে বাংলাদেশ এখন সিন্ডিকেটের বাংলাদেশ হয়ে গেছে কিনা?’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে যে অনুষ্ঠানমালা সাজানো হয়েছিল, করোনা ভাইরাসের কারণে তা কিছুটা সীমিত করা হয়েছে। এর ফলে অনেকে হতাশাগ্রস্ত হয়েছেন, অনেকে আতঙ্কগ্রস্ত হয়েছেন, আবার কেউ কেউ হয়তো সন্তুষ্টিও প্রকাশ করেছেন। কিন্তু এতে মুজিব শতবর্ষ উদযাপনের তাৎপর্য কমে গেছে বলে আমি মনে করি না।’

সিন্ডিকেট প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ পরবর্তীকালে বক্তৃতাগুলো যদি অনুসরণ করি, তাহলে আমরা দেখবো তার এই সংগ্রাম ছিল সিন্ডিকেটের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে। জীবনের সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে তাকে এ সকলের বিরুদ্ধে কথা বলতে হয়েছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার এবং গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন প্রমুখ।

 

/এইচএন/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
টোল আদায়ে দেড় হাজার কোটির মাইলফলকে পদ্মা সেতু
যে সাফল্যে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের মাসফিয়া আফরিন 
যে সাফল্যে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের মাসফিয়া আফরিন 
সারা দেশে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি
সারা দেশে আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি
গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করছে ‘স্বপ্ন’
গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণ করছে ‘স্বপ্ন’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু