X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

১৮ কোটি মানুষের অনুভূতির প্রতিধ্বনি করেছেন মোদি: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ১৪:২৯আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৪:৩২

নরেন্দ্র মোদি ও বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের তথা সারাপৃথিবীর নির্যাতিত পরাধীন জাতির মুক্তির প্রতীক এবং অত্যাচারিত মানুষের জুলুমের বিরুদ্ধে তাদের জন্য প্রেরণা স্বরূপ ছিলেন বলে তার ভিডিও বার্তায় বঙ্গবন্ধুকে এই স্বীকৃতি দিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের অনুভূতির প্রতিধ্বনি করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বি. চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও বার্তায় যে বক্তব্য দিয়েছেন, তার জন্য তাকে স্বাগত জানাচ্ছি। তিনি অনেক ঐতিহাসিক সত্য উপলব্ধি এবং স্বীকৃতির মাধ্যমে এ বক্তব্য দিয়েছেন। সে জন্য তাকে আন্তরিক অভিনন্দন।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আজকে বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক সফলতার মাইলফলকগুলো যেভাবে আমরা দ্রুতগতিতে অতিক্রম করছি, তাতে ভারতের অংশীদারিত্ব রয়েছে। আমরা আশা করি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যের মাধ্যমে দুই দেশের বিদ্যমান অন্যান্য সমস্যাগুলো সহযোগিতা এবং বন্ধুত্বের মাধ্যমে সহজেই সমাধান করতে সক্ষম হবেন।’

বি. চৌধুরী বলেন, ‘আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং তার পরের বছর ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন অর্থবহ হবে। আমাদের পারস্পারিক সমস্যার সমাধান এবং বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। এই স্বপ্নের সঠিক সমীকরণ হবে দুই দেশের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের ইতিহাস রচনার মাধ্যমে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড