X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা জাপার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২০, ১৮:০৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৮:০৯

জি এম কাদের আগামী ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, ওই দিন সকালে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকালে বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বনানী কার্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

খন্দকার দেলোয়ার জালালী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের বনানী কার্যালয় এবং কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জা করা হবে। বনানী কার্যালয়ে আলোকসজ্জা করবেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সাল চিশতী এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু। কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল অফিসে আলোকসজ্জা করবেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি ও জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এবং সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।

জাতীয় পার্টির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন এরশাদ। ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে মারা যান এরশাদ।

এদিকে, দলের যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মণ্ডল মানিক জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন কমিটির এক সভা জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে জাতীয় পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্যাপন কমিটির সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী প্রমুখ।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু