X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চলছে: মাওলানা ইউনুছ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২১, ২৩:৫৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:১০

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদের মন্তব্য, ‘আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চলছে, কিন্তু তার আদর্শ দলের নেতাকর্মী কেউই লালন করে না। তারা বিবেক বিসর্জন দিয়ে এখন ক্ষমতা ও ভোগের রাজনীতিতে ব্যস্ত। বর্তমান বাস্তবতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন আওয়ামী লীগের জন্য বেমানান। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শচ্যুত দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ।’ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকার পল্টনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। শুধু বাংলাদেশ নয়; গোটা বিশ্বের মানুষ জানে, ২০১৮ সালে জাতীয় নির্বাচন ৩০ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও ২৯ ডিসেম্বর রাতেই সব ব্যালটে সিল মারা হয়ে গেছে।’

ইসলামী আন্দোলনের মহাসচিবের অভিযোগ, ‘চলমান ইউপি নির্বাচনেও সরকারদলীয় দস্যুরা জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। হাতপাখার চেয়ারম্যান প্রার্থী ও নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, অপহরণ করে নেওয়া এবং প্রার্থীর দোকান পুড়িয়ে দিয়ে বিগত দিনের চেহারা আয়নার সামনে নিয়ে আসছে। আওয়ামী লীগ এখন অভিশপ্ত দলে পরিণত হয়েছে।’

নাগরিক ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, অধ্যাপক নাসির উদ্দিন খান, মুফতী আল-আমিন এহসান, শহিদুল ইসলাম কবির।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
রঙতুলির আঁচড়ে রঙিন ইবির শহীদ মিনার
ইসলামী আন্দোলনের সেমিনারে গয়েশ্বর রায়সহ বিরোধী নেতারাদুই বাংলার মাঝে ইসলামই কার্যকর সীমানা
সারা দেশে বিক্ষোভসহ ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি
সর্বশেষ খবর
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা