X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রেদোয়ান আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এলডিপির মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২২, ১৪:৩৩আপডেট : ১০ মে ২০২২, ১৬:০৫

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের গাড়িতে হামলার অভিযোগে এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা। এসময় তাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির নেতারা।

মঙ্গলবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

এর আগে গতকাল সোমবার (৯ মে) দুপুর আড়াইটায় চান্দিনা পৌরসভার রেদওয়ান আহমেদ কলেজের সামনে এলডিপি’র পুনর্মিলনী ও ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এলডিপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঘটনাস্থলে ড. রেদওয়ান আহমেদের উপর হামলা করা হয়েছে। আত্মরক্ষার্থে তিনি গুলি ছুড়েছেন বলেও দাবি করা হয়।

তবে পুলিশ বলছে, পাল্টাপাল্টি সমাবেশ শুরু হওয়ার আগেই রেদোয়ান আহমেদ গাড়ি থেকে গুলি ছোড়েন। প্রাথমিকভাবে এর সত্যতা মিলেছে।

সেই ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন, পরে থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদসহ চার জনকে গ্রেফতার করে পুলিশ।

তাদের গ্রেফতারের প্রতিবাদে ডাকা মানববন্ধনে বক্তারা বলেন, এই সরকারের হাতে বিরোধীদলের কোনও নেতাকর্মী নিরাপদ নন। তারা ড. রেদোয়ান আহমেদের জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে তার ওপর হামলা করেছে। জীবন রক্ষার্থে নিজে থানায় গিয়ে আশ্রয় নেওয়ার পরও তাকে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

‘এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই’ মন্তব্য করে এলডিপির নেতারা বলেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনও অধিকার নেই। স্বৈরাচারী সরকারের পতন এখন সময়ের দাবি।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন–প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেম, গণতান্ত্রিক যুবদলের আহ্বায়ক আমান সোবহান, গণতান্ত্রিক কৃষক দলের আহ্বায়ক এবিএম সেলিম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সদস্য সচিব অবাক হোসেন রনি ও কেন্দ্রীয় এলডিপির সদস্য সোলায়মান প্রমুখ।

/জেডএ/আরকে/ইউএস/
সম্পর্কিত
১২ দলের সমাবেশে পুলিশের বাধার অভিযোগ
৬ দিনের কর্মসূচি এলডিপির
‘অবৈধ ডামি সংসদ’ বাতিলের দাবিতে এলডিপির কালো পতাকা মিছিল 
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া